মুক্তিযুদ্ধে “বীর উত্তম” খেতাব প্রাপ্ত বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রক্রিয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দল।
শনিবার বেলা ১১টার দিকে শহরের ডায়াবেটিক হাসপাতালের মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রাজেন্দ্র মেডাকেলের মোড় হয়ে মুজিব সড়ক দিয়ে জনতা ব্যাংকের মোড় হয়ে ইমাম স্কয়ারে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।
মিছিলে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের জেষ্ঠ যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান, যুগ্ম-আহবায়ক আশরাফ হোসেন, শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাসানুর রহমান, যুগ্ম-আহবায়ক লিটন বিশ্বাস, শেখ সুলতান মাসুদ, মাহফুজুর রহমান সবুজ, কোতয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল প্রমানিক প্রমুখ।