ফরিদপুরে জেলায় নবনির্বাচিত ছাত্রলীগের উদ্যোগে বেদে অসহায় শীতার্তদের মাঝে ঘুরে ঘুরে (৪৪জনে ঘরে) শীতবস্তু কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (৩০ই জানুয়ারি) বিকেলে জেলা শহরের শাখার পক্ষ থেকে মুন্সিবাজার সংলগ্ন ভাসমান বেদে সম্প্রদায়ে মাঝে এ কম্বল বিতরণ করা হয়।এর আগেও ছাএলীগ পক্ষ থেকে দুই হাজার উপরে অসহার গরিবদের মাঝে শীতবস্তু কম্বল বিতরণ করা হয়েছে।জেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাহিম আহমেদের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ছাত্রলীগ সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান তিনি বলেন বেদেদের কঠিন কষ্টকর জীবন যাপনের কথা শুনে ফরিদপুর জেলা ছাত্রলীগের সদস্যরা ভবিষ্যতে তাদের যদি সামর্থ্য হয় আরও সাহায্য-সহযোগিতা করার প্রতিশ্রুতি বদ্ধ হয়।
কম্বল প্রদান অনুষ্ঠানে ছাত্রলীগ সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান তিনি বলেন,জেলা ছাত্রলীগের কমিটি নিয়ে যারা ষড়যন্ত্র করে আসছে। আপনারা কিন্তু মুখ ডেকে ঘরে থাকতে পারবেন না।ছাত্রলীগে কোন সন্ত্রাস, ও চাদাবাজি মাদকাসক্তের কাউকেই এখানে ঠাঁই দেওয়া হয় না।আমরা বঙ্গবন্ধুর শেখ মুজিবের আদর্শ গড়া মানুষ।দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনা বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।এসময় উপস্থিত ছিলেন, সভাপতি তাঞ্জিদুল রশীদ চৌধুরী রিয়ান সম্পাদক ফাহিম আহ্মেদ সাংগঠনিক সম্পাদক আফিকুল ইসলাম অর্ক ও হানিফ শেখ মহসিন মিয়া সুমন সহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমূখ