বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাস্তির দাবিতে ফরিদপুরের ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে শহরে এ কর্মসূচি পালন করে জেলা ছাত্রলীগ।
এ প্রতিবাদ কর্মসূচি পালক উপলক্ষে বহনকৃত ব্যানারে লেখা ছিল, ‘বঙ্গবন্ধুর প্রতি কুটুক্তিকারী, খুনী, লম্পট, বিদেশী এজেন্ডা বাস্তবায়নকারী, যুদ্ধাপরাদিদের সহায়তাকারী বিএনপির ভাইস চেয়ারম্যান তারেকে দেশে ফিরিয়ে এনে জনতার মঞ্চে শাস্তি কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আসিফ বিন অর্ক, সহ-সভাপতি ইমামুল মিয়া আজম, জাহিদ হাসান বাপ্পা, রাজু আহমেদ, যুগ্ন-সাধারণ সম্পাদক সিয়াম সামিউল, আতিক আহমেদ সেতু, কোতোয়ালি থানা ছাত্রলীগ সভাপতি আশিকুর রহমান বিপ্লবসহ অন্যান্ন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন দেশকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে যাচ্ছেন তখন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিদেশে বসে স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াতকে সাথে নিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছেন৷ যার পরিণতি ভালো হবে না৷ বঙ্গবন্ধুর নামে কটুক্তিকারী তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা৷