মাহবুব পিয়াল,ফরিদপুর: বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা:) এর জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তুলাগ্রাম কোরবানিয়া চিশতীয়া দরবার শরীফের উদ্যোগে বিশাল জশনে জুলুস বের করা হয়।পরে দরকার শরীফে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় দরবার শরীফের পীর ছাহেব শাহ সূফী কোরবান আলী চিশতী নিজামীর নেতৃত্বে র্যালীটি শুরু হয়।র্যালীতে কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকীর সিদ্দিকুর রহমান, ভাটি লক্ষিপুর দরবার শরীফের পীর ছাহেব শাহ সূফী আব্দুস সামাদ চিশতী নিজামী, বাখুন্ডা সূফী দরবার পীর ছাহেব শাহ সূফী মোঃ আব্দুল মজিদ আল চিশতী নিজামী সূফী মজিদ, সাবেরিয়া দরবার শরীফের পীর ছাহেব রনি চিশতী,মাসুদ মেম্বারসহ শতশত মানুষ অংশ গ্রহন করেন।
র্যালীটি শহরের মুন্সিবাজার, মামুদপুর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতাল, পুরাতন বাসস্ট্যান্ড, নতুন বাসস্ট্যান্ড, উপজেলা পরিষদ, বদরপুর, কবিরপুর এলাকা ঘুড়ে তুলাগ্রাম দরবার শরীফে এসে শেষ হয়।
র্যালীটিতে অংশগ্রহণকারীরা নারায়ে তকবির, নারায়ে রেসালত স্লোগানে স্লোগানে যাত্রাপথ মুখরিত করে তোলে। জুলুস শেষে দরবার শরীফে পীর ছাহেব শাহ সূফী কোরবান আলী চিশতী নিজামীর সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন পীরজাদা মোহাম্মদ সাহিদ মোল্লা, পীরজাদা ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমিন উদ্দিন মাসুদ সহ অন্যান্যরা।
পরে দোয়া, দুরুদ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফের পীর ছাহেব শাহ সূফী কোরবান আলী চিশতী নিজামী।