ফরিদপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছেন এলিভেট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইমরান তালুকদার। শুক্রবার বিকাল ৩ টায় জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ১ হাজার ৫০ জন অসহায় ও দুস্থ নারী-পুরুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান খান, প্রবীণ শিক্ষাবিদ আব্দুল কুদ্দুস তালুকদার, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, মানিক মাতুব্বার, ব্যাবসায়ী মোশারফ হোসেন তালুকদার, মোঃ সায়েম মিয়া টিটন , এ্যাডভোকেট নাছির তালুকদার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
শীতবস্ত্র পেয়ে কয়েকজন ব্যক্তি জানান, এই শীতের মধ্যে আমরা অনেক কষ্ট সহ্য করছি। আজকে আমাদের তরুন সমাজ সেবক ইমরান তালুকদার সাহেব কম্বল দিছে এতে আমরা অনেক খুশি হয়েছি।
কম্বল বিতরণকালে মোঃ ইমরান তালুকদার বলেন, এলিভেট গ্রুপের পক্ষ থেকে গট্টি ইউনিয়নের ৬টি গ্রামের এক হাজার ৫০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। তিনি বলেন অসহায় ও দুস্থ্যদের জন্য এধরনের মানবিক কর্মকান্ড অতিতে যেমন করেছি ভবিষতেও তা অব্যাহত থাকবে।
মাহবুব পিয়াল 






















