বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৪ পূর্বাহ্ন
১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ শরৎকাল, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফরিদপুরে নগরকান্দায় বরই চুরিতে বাধা দেওয়ায় মালিকের উপর হামলার অভিযোগ

মাহবুব পিয়াল
  • Update Time : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ১১৭ Time View

ফরিদপুরের নগরকান্দায় বাগানের কুল বরই চুরির বাধা দেওয়ায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন বাগানের মালিক খবির মাতুব্বর  ( ৫৫ )। সে নগরকান্দা উপজেলা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ব্যাপারে আহতের বাবা আঃ রশিদ মাতুব্বর বাদি হয়ে নগরকান্দা থানায় অভিযোগ দায়ের করেছে।

অভিযোগে জানাগেছে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামে আঃ রশীদ মাতুব্বরের পুত্র খবির মাতুব্বর তার নিজের কুল বরই  বাগান পাহার দিচ্ছিলেন। মাঝে মধ্যে তার বাগানের কুল বড়ই চুরি হয়।শুক্রবার সন্ধ্যার পর প্রতিদিনের ন্যায় বাগান পাহাড়া দিতে যান খবির মাতুব্বর। এমন সময় চোর এসে বরই চুরি করতে আসলে খবির বাধা দেয়। এতে ক্ষীপ্ত হয়ে চোরেরা সংঘবদ্ধ হয়ে খবিরের উপর হামলা চালিয়ে তাকে আহত করে। এ হামলায় অংশ নেয় শেখ এলাহি, কালাম শেখ, মামুন শেখ, মুরালি শেখ, শেখ কলম, শেখ আল আমিন, শেখ আক্কাছ আলী, রত্তন শেখসহ ১০/১২ জন। এসময় খবির মাতুব্বরের চিৎকারে এলাকাবাসি আহত অবস্থায় উদ্ধার করে নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করে।খবির মাতুব্বরের পিতা রশিদ মাতুব্বর  বাদী হয়ে নগরকান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোহাম্মদ সেলিম রেজা বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102