ফরিদপুরের নগরকান্দায় পৌরসভার নির্বাচন হয়েছে ১৩ই ফেব্রুয়ারি, রবিবার। সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগের তিন বিদ্রোহী এবং দুই স্বতন্ত্র প্রাথীসহ মোট সাতজন মেয়র পদে প্রতিদ্বন্দিতা করেছেন।
মেয়র পদে যে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রাথী পৌর যুবলীগের সভাপতি নিমাই সরকার (নৌকা), বিএসপি মনোনীত প্রাথী উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: আলিমুজ্জামান (ধানের শীষ), আওয়ামী লীগের তিন বিদ্রোহী পৌর যুব লীগের সাবেক সভাপতি কামরুজ্জামান (মোবাইল ফোন), পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন (নাড়কেল গাছ) ও পৌর আওযামী লীগের কার্যকরি সদস্য মো. আরিফ আহমেদ (ইস্ত্রি)
অপর দুই প্রার্থী হলেন, মো মাসুদুর রহমান (জগ) ও মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা (চামচ)।
এ নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলরের তিনটি পদে ১৩ এবং সাধারণ কাউন্সিলরদের নয়টি পদে ৩৮জন প্রাথী প্রতিদ্বন্দিতা করেছেন।
এ নির্বাচনে মোট ভোটার ছিল ৮৬৬৩ জন। এর মধ্যে নারী ভোটার ৪৩৩০ জন এবং পুরুষ ভোটার ৪৩৩৩ জন। মোট নয়টি কেন্দ্রে মোট ৩১ টি কক্ষে ব্যালট পেপারে এ ভোট গ্রহণ করা হয়।
এ নির্বাচনে মোট নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৮৪ পুলিশ, র্যাব ২৪ তিনটি পেট্রল, বিজিবি এক প্লাটন ২০ জন, আনসার ৫৪ জন দায়িত্ব পালন করেন।
১৯৯৯ সালে নগরকান্দা পৌরসভা স্থাপিত হয়। এইট সি গ্রেডের একটি পৌরসভা। চলমান পৌরসভা নির্বাচনের চতুর্থ ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।