মাহবুব পিয়াল, ফরিদপুর: পদ্মা নদীর ভাঙ্গন আতঙ্কে ফরিদপুর সদর উপজেলার ডিক্রীরচর ইউনিয়নের বাসিন্দারা। গত এক সপ্তাহে ইউনিয়নটির ৩টি স্থানে পদ্মা নদীর প্রবল ¯্রােতে ভাঙ্গন দেখা দিয়েছে। এর মধ্যে নদীর ঐ পাড়ে পাল ডাঙ্গীনামক স্থানে ভাঙ্গন শুরু হয়। ফরিদপর বিআইডাব্লিউটি’র তত্ত্বাবধায়নে থাকা সিএন্ডবি ঘাট বন্দরের ৩নং পল্টুন সংলগ্ন মজিবরের খোলার সামনে প্রায় ৫০ ফুট অংশ ভেঙ্গে পড়ে। অন্য দিকে একই ইউনিয়নের ধলার মোড় বালু ঘাট শহর রক্ষা বাঁধ সংলগ্ন সড়কের পাশে পানির ¯্রােতে ভাঙ্গন শুরু হলে ৩টি বসত ভিটা বিলীনসহ ১৩টি পরিবার চরম ভাঙ্গন আতঙ্কের মধ্যে দিনযাপন করছে। খবর পেয়ে ভাঙ্গন এলাকা পরিদর্শনে যান ফরিদপুর সদরের সাংসদ আব্দুল কাদের আজাদ ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকসহ সংশ্লিষ্ট মহলের নেতৃবৃন্দ।
তাৎক্ষনিক ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মধ্যে নগদ পাঁচ হাজার টাকা অর্থ বরাদ্দ দেওয়া হয়। সেই সাথে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে ভাঙ্গন প্রতিরোধে জরুরী ব্যবস্থা নেবার আহবান জানানো হয়। গত শুক্রবার বেড়ীবাঁধ সংলগ্ন ভাঙ্গন কবলিত এলাকায় পানি উন্নয়ন বোর্ড অল্প কিছু জিও ব্যাগ ডাম্বিং করে। গত কয়েকদিন ডিক্রীরচর ইউনিয়নের পাল ডাঙ্গী এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। আশ্রয়ন প্রকল্প থেকে আনুমানিক দেড়শ গজ কাছাকাছি পৌছে গেছে ভাঙ্গন। বাপাউবো সূত্রে জানা যায়, পালডাঙ্গী ভাঙ্গন প্রতিরোধে দুই কোটি বাইশ লক্ষ টাকা ব্যয়ে একচল্লিশ হাজার নয়শত ছিয়াশি পিচ জিও ব্যাগ (বালুর বস্তা), সেন্ট সিমেন্ট ডাম্পিং জুনের মাঝামাঝি করা হয়। কিন্তু গত ৪/৫ দিন আগে এই ডাম্পিং-এর অনেক অংশে পদ্মা নদীর গর্ভে চলে যায়। এতে এলাকার বাসিন্দাদের মাঝে আতঙ্ক দেখা দেয়। ভাঙ্গন সংলগ্ন নদী পাড়ের বাসিন্দা রাসেদা বেগম বাড়ীর খাম, বেড়া পাশেই অন্যত্র সড়িয়ে কাজ করছিলেন। কি অবস্থায় আছেন? জানতে চাইলে বলেন, নিজ চোখেই তো দেখতেছেন বাজান। গাঙ্গের ভাঙ্গনে বড় বিপদে আছি। তার স্বামী সাত্তার মন্ডল বলেন নতুন করে ঘর সরাইয়া বেড়া বাঁধতেছি। ভাঙ্গন সংলগ্ন পাল ডাঙ্গীর চায়ের দোকানদার জনি, স্থায়ী প্রতিরোধ ব্যবস্থার দাবী জানান। পাল ডাঙ্গীর বাসিন্দা ইউনুস খান বলেন, প্রায় দুই কিঃমিঃ এলাকাজুড়ে বিভিন্ন স্থানে ভাঙ্গতে ভাঙ্গতে গত দুই বছরে অনেক বসত ভিটা ও ফসলী জমি গাঙ্গে চইলা গেছে। এই বস্তা ফেলাইয়া ভাঙ্গন থামবো না। এ বিষয়ে ডিক্রীরচর ইউ,পি চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান মিন্টু-কে মুঠো ফোনে জানতে চাইলে তিনি কলটি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া যায় নাই।