বহুল প্রতিক্ষিত মহামারি করোনা ভাইরাসের প্রতিরোধক ভ্যাকসিনের ৬০ হাজার ডোজ ফরিদপুরে পৌছেছে ।
শুক্রবার সকাল সাড়ে নয়টায় বেক্সিমকো র্ফামার একটি শীতাতপ নিয়ন্ত্রিত কার্ভাড ভ্যানে করোনাভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন শহরের জেনারেল হাসপাতালে এসে পৌছে। সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান সেটি গ্রহন করেন।
এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার, পুলিশ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন, বেক্সিমকে ফার্মার সৈয়দ আহমেদ সিকদারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্তিত ছিলেন।
এদিকে করোনা ভ্যাকসিনগুলো সংরক্ষনের জন্য আগে থেকে জেলা স্বাস্থ্য বিভাগ সকল প্রস্তুতি সম্পন্ন করে ছিল।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান জানান, প্রথম পর্যায়ে ৬০ হাজার ডোজ ভ্যাকসিন শুক্রবার সকালে আমরা গ্রহন করেছি। জেলা ও উপজেলায় টিকা দেওয়ার জন্য স্বাস্থ্য কর্মীদের প্রস্তুত করা হয়েছে।
তিনি আরো জানান, জেলার প্রতি উপজেলায় ১টি, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪টি ও সদর হাসপাতালে ১টি মোট ১৩টি কেন্দ্র থেকে টিকা প্রদান করা হবে। টিকার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।