জানা গেছে, বিশাল ট্রলারের বহর নিয়ে ফরিদপুর এসেছেন মাদারীপুর ও শরীয়তপুর বিএনপির নেতাকর্মীরা। এরপর দীর্ঘ পথ পায়ে হেঁটে সমাবেশস্থলে পৌঁছেছেন তারা।
পরিবহন ধর্মঘট থাকায় বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মীরা সকাল থেকেই পায়ে হেঁটে, মোটর সাইকেলে চড়ে আবার অনেককে বাইসাইকেলে করেও সমাবেশস্থলে আসতে দেখা গেছে। সমাবেশে আসার পথে বিভিন্ন স্থানে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন অনেক নেতাকর্মী।