মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৮:০৬ অপরাহ্ন
১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ শরৎকাল, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফরিদপুরে বিএনপির সমাবেশ মাঠ কানায় কানায় পূর্ণ

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৬৫ Time View
ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠ দলীয় নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। এরইমধ্যে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। ফরিদপুর ছাড়াও বৃহত্তর ফরিদপুরের ৫টি জেলার বিএনপির নেতাকর্মীরা দলে দলে সমাবেশস্থলে আসছেন।
ফরিদপুরে বিএনপির সমাবেশ মাঠ কানায় কানায় পূর্ণ

শনিবার (২২ নভেম্বর) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ  শুরু হবার কথা থাকলেও দুপুর ১২টা থেকেই স্থানীয় নেতারা বক্তব্য রাখছেন। পাশাপাশি জাসাসসহ বিভিন্ন শিল্পগোষ্ঠীর সদস্যরা গান পরিবেশন করছেন। সমাবেশে যোগ দিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা এরইমধ্যে ফরিদপুরে পৌঁছেছেন।

জানা গেছে, বিশাল ট্রলারের বহর নিয়ে ফরিদপুর এসেছেন মাদারীপুর ও শরীয়তপুর বিএনপির নেতাকর্মীরা। এরপর দীর্ঘ পথ পায়ে হেঁটে সমাবেশস্থলে পৌঁছেছেন তারা।

পরিবহন ধর্মঘট থাকায় বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মীরা সকাল থেকেই পায়ে হেঁটে, মোটর সাইকেলে চড়ে আবার অনেককে বাইসাইকেলে করেও সমাবেশস্থলে আসতে দেখা গেছে। সমাবেশে আসার পথে বিভিন্ন স্থানে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন অনেক নেতাকর্মী।

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102