শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ গণহত্যা দিবস’ ঘোষণার দাবি আদায়ে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোকে ফলপ্রসূ ভূমিকা রাখার আহ্বান বৈষম্য ও সাম্প্রদায়িকতামুক্ত সমতা ভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীসহ বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী গত ৫২ দিনে মুরগি ও বাচ্চার দাম বাড়িয়ে ৯৩৬ কোটি টাকা লোপাট রোজার প্রথম দিনেই ইফতার কিনতে চকবাজারে ক্রেতাদের ভিড় জমে উঠেছে খুলনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা জন্মদিনে ক্যান্সার ফাউন্ডেশন উদ্বোধন করলেন সাকিব আল হাসান রমজান উপলক্ষে দাম বেড়েছে মুরগি-লেবু-শসা-বেগুনের রমজানের প্রথম দিনে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ২০-৩০ টাকা পর্যন্ত কমেছে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে

ফরিদপুরে বিকাশ কর্মী থেকে ছিনতাই করা টাকাসহ ২ ছিনতাইকারী আটক

মেহেদী হাসান রাসেল
  • Update Time : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ২১০ Time View

ফরিদপুরের আলফাডাঙ্গা থানাধীন নওয়াপাড়া সাকিনস্থ হাওড়ের ব্রিজ হতে অনুমান ২০০ গজ উত্তরে রফিক তালুকদার এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর ২টি মোটরসাইকেল যোগে ৪(চার)জন অজ্ঞাতনামা আসামী বিকাশের ডিএসও কামরুজ্জামান মিন্টুর ব্যবহৃত মোটর সাইকেল ধাক্কা মেরে তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে এবং চাকু দিয়ে ভয় দেখিয়ে পানিতে ফেলে জোর পূর্বক তার নিকট থাকা ৯,৯১,০০০/-টাকাসহ টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়।

আসামীরা যাওয়ার সময় তাদের গায়ে থাকা ৩টি জ্যাকেট, ১টি হাফ হাতা সুয়েটার, ২টি শীতের টুপি ও ভিকটিমের মোটরসাইকেলের কাগজ পত্র সহ টাকার খালি ব্যাগটি আলফাডাংগা থানাধীন পানিপাড়া ব্রীজের নিচে ফেলে চলে যায়। উক্ত ছিনতাইয়ের ঘটনায় জ্যামসন ইন্টারন্যাশনাল বিকাশ ডিষ্ট্রিবিউশন কোম্পানির ডিএসএস মোঃ ফয়সাল ইসলাম রাজিব এর অভিযোগের ভিক্তিতে আলফাডাঙ্গা থানার মামলা নং-০৩, তারিখ- ১৩-০১-২০২১ খ্রিঃ ধারা-৩৯৪ পেনাল কোড রুজু করা হয়।

আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক(তদন্ত), আলফাডাঙ্গা থানা জনাব ফয়সাল আহমেদ মামলার ঘটনার সাথে জড়িত আসামী মোঃ শামিম শেখ (৩৪) এবং আসামী মোঃ দিদার মুন্সী(৩২)কে গ্রেফতার করেন। আসামীদের দেওয়া তথ্যমতে ছিনতাইকৃত টাকার মধ্য হতে ৩ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। তদন্তকালে জানা যায় আসামীরা দীর্ঘদিন যাবত উল্লেখিত ঘটনাটি ঘটানোর জন্য পরিকল্পনা করে আসছিল। আসামীরা আন্তঃজেলা সংঘবদ্ধ ছিনতাই দলের সক্রিয় সদস্য। পলাতক দুইজন আসামী গ্রেফতার এবং অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান চলছে।

অদ্য ২৪-০১-২০২১ খ্রিঃ তারিখে এ সংক্রান্তে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন জনাব মোঃ জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ),  জানান পুলিশ সুপার, ফরিদপুর মহোদয়ের দিক নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে আন্তঃজেলা সংঘবদ্ধ ছিনতাই দলের সক্রিয় সদস্যের গ্রেফতার করা সম্ভব হয়েছে ।

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102