ফরিদপুরে বেদে পল্লীতে অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে শহরের মুন্সিবাজারে অস্থায়ী বসতিতে থাকা ২৫টি পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি।
উন্নয়নের মহাসড়কে দেশকে এগিয়ে নিতে হলে অনগ্রসর জনগোষ্ঠীকেও এগিয়ে নিতে হবে উল্লেখ করে এসময় হাবিবুর রহমান বলেন, পুলিশ প্রধান বেনজির আহমেদের নেতৃত্বে বাংলাদেশের পুলিশ করোনা মোকাবেলায় রোল মডেল সৃষ্টি করেছে। এই বৈশ্বিক দুর্যোগ মোকাবেলায় সকলকে আরো সচেতন হতে হবে।এসময় ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাশেদুল ইসলাম, ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মে রবিউল ইসলামসহ পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে ডিআইজি হাবিবুর রহমান অম্বিকাপুরে পল্লীকবি জসীমউদ্দীনের বাসভবন পরিদর্শন করেন ও কবির কবরে পুস্পমাল্য অর্পণ ও কবর জেয়ারত করেন।