‘সকলেই মাক্স পরি ও করোনাকে জয় করি” এ শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরে মাক্স বিতরণ করেছে সরকারি রাজেন্দ্র কলেজের এইচএসসি ১৯৮২ সালের শিক্ষার্থীরা।শুক্রবার সকাল ১০ টার দিকে শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় স্থানীয় সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মাক্স বিতরণ করা হয়।
মোট এক হাজার মাক্স বিতরণ করা হয়। পথচারী এবং বিভিন্ন যানবাহনে চলাচলকারী ব্যাক্তিবর্গ ও চালক যাদের মুখে মাক্স ছিল না তাদের এ মাক্স পড়িয়ে দেওয়া হয়।
এ সময ‘৮২ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা, প্র্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালা, স্বাস্থ্য পরিদর্শক অখিল কুমার রায়, ব্যাংক কর্মকর্তা কাজী আব্দুল্লাহ বাহার, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আশুতোষ সাহা উপস্থিত ছিলেন।
‘৮২ ব্যাচের শিক্ষার্থী এবিসি রিয়েলস্টেটের প্রকৌশলী শ্যামল কুমার সাহা জানান, যে মাক্সগুলি বিতরণ করা হয়েছে সেগুলি উন্নতমানের। এগুলি বুয়েটের এলমনাই এসোসিয়েশনের কাছ থেকে পাওয়া। তিনি বলেন, আগামীতে পর্যায়ক্রমে ফরিদপুরে’৮২ ব্যাচের উদ্যোগে আরও মাক্স বিতরণ করা হবে।