মুজিব শতবর্ষ উপলক্ষে ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে শেখ রাসেল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। ১০ নভেম্বর, মঙ্গলবার বেলা ১১টার সময় টুর্ণামেন্টের উদ্ভোধন করেন এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ফরিদপুর ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সভাপতি জনাব শামীম হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ানম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড: শামসুল হক ভোলা মাস্টার। এছাড়া উপিস্থত ছিলেন জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মোললেম উদ্দিন, ফরিদপুর ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলী আজগর মানিক, ফরিদপুর ইডেন ক্লাবের চেয়ারম্যান অমরেশ সাহা মনিসহ নেতৃবৃন্দ।
উদ্ধোধনী দিনে ফরিদপুর ক্রীড়া চক্র ও সাভার ক্রিকেট একাডেমী অংশ নেয়। পুরো টুর্ণামেন্ট ৪টি গ্রুপে ১৬ টি দল অংশ নেবে। অংশ নেয়া দলগুলোর মধ্যে রয়েছে ফরিদপুর ক্রিকেট স্কুল (লাল), পাইওনিওয়র ক্রিকেট স্কুল, ইস্ট ওয়েস্ট ক্রিকেট একাডেমী, ঢাকা, সাভার ক্রিকেট একাডেমী, ঢাকা, ক্রমরপুর ক্রিকেট একিডেমী, ফরিদপুর, শেখ রাসেল ক্রিড়া চক্র, বয়েজ ক্রিকেট একিডেমী, মমতা ক্রিকেট একাডেমী, মেহেরপুর ক্রিকেট একাডেমী, ফরিদপুর ক্রিকেট স্কুল (সবুজ), বাসার ক্রিকেট একাডেমী, কুষ্টিয়া, পাংশা ক্রিকেট একাডেমী, রাজবাড়ী, দুর্গম ক্রিকেট একাডেমী, মেহেরপুর, গৌরনদী ক্রিকেট একাডেমী, বরিশাল, রাজবাড়ী ক্রিএকট একাডেমী, ইয়াং ট্যালেন্ট ক্রিকেট একাডেমী, গোপালগঞ্জ ক্রিকেট একাডেমীসহ বিভিন্ন জেলার ক্রীড়া দল।
উদ্ভোধনী বক্তব্যে শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি শামীম হক বলেন, “সত্যের জয় চিরদিনই হয়, এটা প্রকৃতির নিয়ম। ১৯৭৫ সালে স্বাধীনতা বিরোধী চক্র ও আন্তজার্তিক কিছু কুচক্রিমহল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেক তার পরিবারবর্গ সহ নির্মম নৃশংসভাবে হত্যা করে এ দেশের মানুষের ভাগ্যহত করেছিল। সৃষ্টিকর্তার অশেষ রহমতে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বেন শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাঁণে বেঁচে যান। যার জন্য আজ আমরা এই দেশ ও মানুষকে স্বপ্ন সংকল্পের মাধ্যমে স্বর্নিভরতায় নিতে পেরেছি। ক্রীড়া চর্চার মধ্য দিয়ে যুব সমাজকে মাদকমুক্ত করে গড়ে তুলতে হবে।”