মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি: দীর্ঘদিন যাবত লিভার কিডনি ও জন্ডিস জনিত জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ফরিদপুর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক এস এম আজমল হুদা রাজিব। এক সময় বিএনপি ও যুবদলের সকল সভা সমাবেশে আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং এ দেখা সক্রিয় থাকলেও দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়ায় কোন প্রোগ্রামে যোগ দিতে পারেন না রাজিব। বিগত আড়াই মাস যাবত খুবই করুন অবস্থায় ভুগছেন তিনি। রক্তশূন্যতা বৃদ্ধি পাওয়া তার বর্তমান অবস্থা খুবই আশঙ্কাজনক। দিন দিন তার অবস্থার অবনতি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার।দ্রুত উন্নত চিকিৎসার জন্য মোটা অংকের অর্থের প্রয়োজন সে অর্থের যোগান দিতে না পারায় দুশ্চিন্তার ছায়া নেমে এসেছে রাজিবের পরিবারে।
রাজিব বলেন বর্তমানে আমি অসুস্থ অবস্থায় বাড়িতে জীবন যাপন করছি, কারো সাহায্য ছাড়া চলা ফেরা করতে পারি না। আগের মতো দলের কোন মিটিং মিছিল ও প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও শীর্ষ নেতাদের সহযোগিতা প্রয়োজন আমার। আরো বলেন আমি সুস্থ হয়ে দলের জন্য নিজেকে নিয়োজিত করতে চাই, আমার উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা সহ সকলের কাছে দোয়া চান রাজীব।
রাজিবের স্ত্রী বলেন আমার স্বামী অসুস্থ হয়ে পড়ায় উপার্জনের সব রাস্তা বন্ধ হয়ে যায়। আমাদের একটি কন্যা সন্তান রয়েছে সে নবম শ্রেণীতে পড়ে তার পড়াশোনা রাজীবের চিকিৎসা ও পরিবারের খরচ বহন করা অসম্ভব হয়ে পড়েছে। যেহেতু রাজিব যুবদল একজন একনিষ্ঠ কর্মী এবং বহু হামলা মামলার শিকার ও বহুবার নির্যাতিত হয়েছেন, তাই আমারা আশা বাদি আমাদের এই দুঃসময়ে বিএনপি’র অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের সকল নেতা কর্মীরা আমাদের পাশে দাঁড়াবেন।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, লড়াই সংগ্রামের সহযোদ্ধা রাজিব দীর্ঘদিন রাজনীতি করে বহুবার কারাবরণ করেছেন। প্রতিটা প্রোগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ ছিল তার। দীর্ঘদিন অসুস্থ থাকায় দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছেন না। তিনি আরো বলেন আমরা আশা করি অতি শীঘ্রই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুবদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজিবের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের সহযোগিতা বন্ধু রাজিব আমাদের মাঝে সুস্থ হয়ে আবার ফিরে আসবেন।
হাসপাতালে চিকিৎসাধীন রাজীবের শারীরিক খোঁজখবর নেন ফরিদপুর জেলা যুবদলের নেতা কর্মীরা । এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ আরমান হোসেন, পল্লী উন্নয়ন সমবায় সম্পাদক মোঃ ওমর ফারুক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আদনান খান, নাট্য বিষয়ক সম্পাদক আব্দুর রাহিম।
বর্তমানে যুবদল নেতা রাজিব ফরিদপুরের একটি বেসরকারি হাসপাটাল ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।