মাহবুব পিয়াল, ফরিদপুর ঃ ফরিদপুরে যক্ষা প্রতিরোধ ও নিয়ন্ত্রনে ইমাম ও মুয়াজ্জিনদের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি -নাটাব ফরিদপুর জেলা শাখার উদ্যোগে রবিবার দুপুর ২টায় স্থানীয় পরিচর্যা হসপিটালের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাটাব ফরিদপুর জেলা শাখার সভাপতি সৈয়দ নাজমুল হাসান লোচন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যক্ষা রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রন বিষয়ে আলোচনা করেন ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি বিশিষ্ট বক্ষব্যাধী চিকিৎসক ডা: এমএ জলিল। এ সময় ইমাম কল্যান ফাউন্ডেশন ফরিদপুরের সাধারন সম্পাদক মাওলানা ইসমাইল হোসাইন,নাটাবের ফিল্ড লেভেল স্টাফ মোঃ কামরুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
ফরিদপুর সদর উপজেলার ৩৫ জন ইমাম ও মুয়াজ্জিন যক্ষা বিষয়ক আলোচনা সভায় অংশ নেন।