ফরিদপুরে মাধ্যমিক স্তরের শিক্ষকদের নিয়ে নাটাবের যক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শহরের গোয়ালচামট এলাকার পরিচর্যা হাসপাতালের সম্মেলন কক্ষে গতকাল বুধভার সকালে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চরমাধবদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।
নাটাব, ফরিদপুর জেলা শাখার সভাপতি সৈয়দ নাজমুল হাসান লোচনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো.সিদ্দিকুর রহমান।
সভায় প্রধান অতিথি বলেন, যথা সময়ে রোগ শনাক্ত ও নিয়মিত প্রয়োজনীয় চিকিৎসা নিলে যক্ষা রোগ নিরাময় পাওয়া যায়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক আরসি বর্মন,ডেমিয়েন ফাউন্ডেশন এর মেডিকেল কর্মকর্তা ফাহমিদ-উর-রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশ যক্ষা রোগের ২০১৭ পরিস্তিতি ছিল প্রতি লাক্ষে নতুন যক্ষা রোগী ২২১ জন প্রতি বছর, প্রতি লাখে যক্ষার কারণে মৃত্যু হয় ৩৬ জনের প্রতি বছর, প্রতি লাখে ওষুধ প্রতিরোধী যক্ষা রোগী ৫.১ জন প্রতি বছর, আনুমানিক ওষুধ প্রতিরোধী যক্ষ্মা রোগী শনাক্ত কাফের জীবাণুযুক্ত যক্ষা রোগীর মধ্যে ৫৮০০ জন, সনাক্তকৃত যক্ষা রোগীর মধ্যে ওষুধ প্রতিরোধী যক্ষা রোগীর হার নতুন রোগীর মধ্যে ১.৬%, পূর্বে চিকিৎসা প্রাপ্ত রোগীদের মধ্যে ২৯%। অনুষ্টানটি পরিচালনা করেন ফরিদপুর নাটাব জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ ফয়েজ আহমেদ। ফরিদপুর সদর উপজেলার ৩০ জন শিক্ষক নাটাবের যক্ষা বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন।