ফরিদপুরে শিক্ষাঙ্গনে বিশেষ অবদান রাখা শিক্ষাবিদ ওয়াহিদউদ্দিন আহমেদ, লোকমান হোসেন মৃর্ধা, আনোয়ার হোসেন, আক্তারুজ্জামান, অধ্যাপক কামালউদ্দিন আহমেদ, শ্যামল নাগ ও গুরুদাস বিশ্বাসের স্মরণে অবসরপ্রাপ্ত শিক্ষক ফোরাম ফরিদপুরের উদ্যোগে এক স্মরণ সভা বুধবার সকাল ১১টায় ফরিদপুর মুসলিম মিশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অবসর প্রাপ্ত শিক্ষক ফোরাম ফরিদপুরের সিনিয়র সহ-সভাপতি ও যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক সভাপতি প্রফেসর এবিএম সাত্তারের সভাপতিত্ব স্মরণ সভাটি স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক এমএ সামাদ, অধ্যাপক আব্দুর হামিদ মোল্লা, অধ্যাপক মো: সিরাজুল ইসলাম, অধ্যাপক মো: বিল্রাল হোসেন, বেলায়েত হোসেন চৌধুরী, কবিরুল আলম, আব্দুর হাকিমসহ অন্যান্যরা। স্মরণ সভাটি পরিচালনা করেন অবসর প্রাপ্ত শিক্ষক ফোরাম ফরিদপুরের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল আজিজ। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক বিল্রার হোসেন।