মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের প্রবীণ শিক্ষাবিদ ও সমাজ সেবক যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এবিএম সাত্তার ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি শুরু হয়েছে।
এই কর্মসূচির ধারাবাহিকতার অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরের ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উন্নত জাতের নারিকেল গাছের চারা রোপন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মাহমুদ আল সিদ্দিকী, অধ্যাপক এবিএম সাত্তার ফাউন্ডেশন ট্রাস্টের অন্যতম সদস্য মোহাম্মদ মোস্তফা কামাল, মোঃশরিফুল ইসলাম, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্টান কর্মচারী ঐক্য ফেডারেশন,ফরিদপুর জেলা শাখার সভাপতি জহুরুল ইসলাম পলাশ সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে অধ্যাপক এমবিএ সাত্তার ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে বানভাষী মানুষের সহযোগিতা সরকারের রিলিফ ফান্ডে ত্রিশ হাজার টাকা প্রদান করা হয় ।এছাড়া বিভিন্ন সামাজিক কর্মকান্ডে উক্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা প্রদান করা হয়।
এবছরের ৪ সেপ্টেম্বর থেকে ফরিদপুর ও রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে অধ্যাপক এবিএম সাত্তার ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি শুরু করা হয়েছে।