ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের উদ্দ্যেগে স্বাস্হ্যবিধি এবং পৌরসভা নির্বাচনে আচরণবিধি লংঘনের উপর নিয়মতান্ত্রিক মোবাইল কোর্ট পরিচালিত হয়। ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ বায়েজিদুর রহমানের নেতৃত্ত্বে ফরিদপুর শহর এলাকার কয়েকটি অংশে মুখে মাস্ক পরিধান না করার জন্য এবং আগামী ১০ ডিসেম্বর ২০২০ খ্রিঃ অনুষ্ঠিত পৌরনির্বাচনে আচরণ বিধি লংঘনের উপর চলমান মোবাইল কোর্ট পরিচালিত হয়।
আইন অমান্য করার অপরাধে বেশ কিছুসংখ্যক মোটর বাইক চালক, যাত্রী ও বিভিন্ন শ্রেণীপেশার জনসাধারণকে সংশ্লিষ্ঠ প্রচলিত আইন মোতাবেক তাৎক্ষনিক অর্থ দন্ড আরোপ ও আদায় করা হয় এবং সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতড়ন করা হয়।