মাহবুব পিয়াল ,ফরিদপুর : ফরিদপুরে মাগফেরাত স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার স্বরূপ- খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫জুন) সকাল দশটায় ফরিদপুর শহরের ১৭ নং ওয়ার্ড গুহলক্ষীপুর স্টেশন রোডে ৩শতাধিক অস্বচ্ছল পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী মধ্যে ছিল ১কেজি পোলাউর চাউল, ১ কেজি চিনি, হাফ লিটার দুধ, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, হাফ কেজি লবণ, হাফ লিটার তেল ও দুই রকমের সেমাই।
ঈদ উপহার সামগ্রী বিতরনের সময় ফরিদপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, সমাজসেবী সৈয়দ ওয়াসিম আহমেদ, ব্যবসায়ী ফরিদ আহমেদ নান্টু, প্রকৌশলী মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ নুরুজ্জামান টিপু, আবুল কালাম সিদ্দিকী ডাবলু, ১৭, ১৮ ও ১৯ নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা সুলতানা টুকু, ১০,১১ও১২ ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাসুমা বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
অনুষ্টানে মাগফেরাত স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে সকল বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও প্রতিবেশী যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। পরে কবরবাসী পূর্ব-পুরুষ, পিতা-মাতা, ভাই বোন, আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো: মনিরুজ্জামান টিটো।