মাহবুব পিয়াল ,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জেলা পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগীতা অনুষ্টিত হয়েছে।বাংলাদেশ ন্যাশনাল কুরআনের আলো ফাইন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার(৩ডিসেম্বর) ফরিদপুর শহরের ইজতেমা মাঠ সংলগ্ন আদমপুর দারুল উলুম মাদ্রাসায় দিনব্যাপী এই হিফজুল কুরআন প্রতিযোগীতা অনুষ্টিত হয়।
এই প্রতিযোগিতায় জেলার ৯টি উপজেলার ১৩০টি মাদ্রাসার ১৫০জন ছাত্র অংশ নেয়। ৫টি গ্রুপে হিফজুল কুরআন প্রতিযোগীতা অনুষ্টিত হয়।১০বছর পর্যন্ত তিন পাড়া গ্রুপ, ১১বছর পাঁচ পাড়া গ্রুপ, ১২বছর দশ পাড়া গ্রুপ, ১৩ থেকে ১৪ বছর পর্যন্ত কুড়ি পাড়া গ্রুপ এবং ১৬বছর ৩০ পাড়া গ্রুপ করে এই প্রতিযোগিতা নেয়া হয়।প্রতিযোগিতায় বিজয়ীরা ঢাকায় অনুষ্টিত জাতীয় পর্যায়ে অংশ নেবে।
এদিকে দিনব্যাপীজেলা পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগীতা শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।বাংলাদেশ ন্যাশনাল কুরআনের আলো ফাইন্ডেশন ফরিদপুরের সভাপতি মুফতি মো:মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, বোয়ালমারী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুত তাওয়াব।
এসময় পিবিআই ফরিদপুরের পুলিশ সুপার মো:রবিউল ইসলাম, শামসুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মো: কামরুজ্জামান, বাংলাদেশ ন্যাশনাল কুরআনের আলো ফাইন্ডেশনের চেয়ারম্যান ও কোমরপুর মারকাজুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ ক্কারী আল আমিন আইয়ুবী, সেক্রেটারী হাফেজ মাওলানা রেজাউল করীম, আদমপুর দারুল উলুম মাদ্রাসায় প্রিন্সপাল মুফতি মো: নুরুল্লাহ ফরিদী,মুফতি এনায়েত উল্লাহ,সিরাজুল ইষলাম রানাসহ।
পরে প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরন করা হয়।