ফরিদপুরপ্রতিনিধি : নন্দিতকথাসাহিত্যিকহুমায়ুনআহমেদের ৭৬ জন্মবার্ষিকীফরিদপুরেপালিতহয়েছে। এ উপলক্ষেসোমবারসন্ধ্যায়ফরিদপুরসাহিত্যপরিষদেরআযোজনে আলোচনাসভাকবিতাপাঠ ও সংগিতানুষ্ঠানেরআয়োজনকরাহয় ।
ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেনের সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক এ,ম এ সামাদ । হুমায়ুন আহমেদের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনায় অংশনেন প্রবীন সাংবাদিক ও প্রবান্ধি কমফিজ ইমাম মিলন, অধ্যাপক কাজী সোহরাব হোসেন , অধ্যাপক মো: মনির হোসেন , অধ্যাপক হিমায়েত হোসেন হিমু ।অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি আলিম আল রাজি আজাদ , কবি আব্দুর রাজ্জাক রাজা, কবি নিলুফার ইয়াসমিন রুবি ও নাফিজা তাহছিন মিথিলা ।হুমায়ন আহমেদের ৭৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে তার জীবনী নিয়ে প্রদর্র্শনীর আয়োজন করা হয় ।