অদ্য ১৬-১২-২০২০ খ্রিঃ তারিখে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেন জেলা পুলিশ, ফরিদপুর।সংবর্ধনা অনুষ্ঠানটি বুধবার বিকালে ফরিদপুর পুলিশ লাইন্স হল রুমে আয়োজন করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমউজ্জামান বিপিএম সেবা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসার প্রাপ্ত পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মাদ মোল্লা,অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা,অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ফরিদপুর পুলিশ লাইন্স এর রিজার্ভ অফিসার আনোয়ার হোসেন।

পরে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশের অবসার প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের উপহার সামগ্রী প্রদান করা হয়।