মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুর শহরের দেড়শত বছরের পুরোনো ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার বিদ্যালয়ের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় বেলুন, ফেষ্টুন ও পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি ফরিদপুর – ৩ সদর আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি একে আজাদ।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খলিফা কামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের প্রবীণ শিক্ষাবিদ ওসমাজ সেবক অধ্যাপক এম এ সামাদ, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,ফরিদপুরের নিবার্হী প্রকৌশলী ইঞ্জিনিয়ার খন্দকার আফজাল হোসেন, কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান
এ সময় ফরিদপুর পৌরসভার ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল শেখ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান , ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোজাফফর হোসেন, রমেন্দ্র নাথ কর্মকার, প্রভাত কুমার বিশ্বাস, গুরুদাস সাহা, কানাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির মোহাম্মদ বেলায়েত হোসেন সহ বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক-শিক্ষিকা, ,অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
এর আগে বিদ্যালয়ের ছাত্ররা কূচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রর্দশন করে।পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।