ফরিদপুরের সালথায় বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২০২১ইং এর আওতায় ফরিদপুর জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সালথা সরকারি কলেজ মাঠে এ সমাপনী সভা অনুষ্ঠিত হয়।
সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ সাহিদ সুলতান রাজা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনুমোদিত ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ফরিদপুর জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় সালথা সরকারি কলেজ মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থীদের মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠান শেষে ৩০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, ফরিদপুর ডিএফপি সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম ভোলা। সমাপনী অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার।