শনিবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার মমিনখার হাট এলাকায় জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার এর মায়ের কুলখানী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী শনিবার বিকালে এসেছিলেন ফরিদপুরে শামসুল হক ভোলা মাস্টার এর মায়ের কুলখানীতে আমন্ত্রিত অতিথি হয়ে।
এসময় শতশত মানুষ এমপি নিক্সনকে এক নজর দেখার জন্য ভীড় জমান। আর এ নিয়ে চলে হুড়োহুড়ি, নিক্সন ভক্তদের সামাল দিতে গলদঘর্ম হয়েছেন স্থানীয়রা।
অনুষ্ঠানে এক পর্যায়ে নিজেই একটি চেয়ার নিয়ে দাড়িয়ে যান জনতাকে শান্ত করতে। এসময় তিনি বলেন, ফরিদপুরসহ সারা দেশের যুবলীগকে ঢেলে সাজানো হবে। যুবলীগ হবে সন্ত্রাস ও দুর্নীতিবাজ মুক্ত। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে সামনে এগিয়ে যাবে যুবলীগ।
এমপি নিক্সন এসময় আরো বলেন, ফরিদপুরের মাটিতে আর কোন দুর্নীতিবাজ রাঘব বোয়াল তৈরী হতে দেয়া হবে না।দুর্নীতি করে কেউ পার পাবে না। দুর্নীতি ও সন্ত্রাসের রাজনীতির সাথে জড়িত তাদের সকলকেই বিচারের মুখোমুখি হতে হবে।
এসময় জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা, জেলা আওয়ামীলীগের সহসভাপতি শামীম হক, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী মেথু, পৌরনির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী অমিতাভ বোস, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, চরভদ্রাসন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাউসার হোসেন বঙ্গবন্ধু ফ্যান্স ক্লাব ফরিদপুর জেলা ইউনিট এর আহবায়ক মেহেদী হাসান শামীম তালুকদার সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।