ফরিদপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. শামসুল হক (ভোলা মাস্টার) শপথ গ্রহণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। রোববার দুপুরে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগ কক্ষে ভার্চুয়াল ভাবে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। শপথ গ্রহণ শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তিনি। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর এই মহান নেতার প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন ভোলা মাস্টার। এ সময় বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত তার পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। শামসুল হক ভোলা মাস্টার এসময় বলেন, জনগণের অনেক প্রত্যাশা আমার কাছে, জেলা পরিষদের কাছে। তবে আমার কাজ হচ্ছে মুজিব আদর্শ অনুসরণ করে সততার সঙ্গে জেলার সর্বোচ্চ উন্নয়নে ভূমিকা রাখা।
এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অমিতাব বোস সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার মাধ্যমে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকান্ডের পর বিএনপি-জামায়াতের হামলা ও মামলার শিকার হওয়া ভোলা মাস্টার ১৯৮৫ সালে জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক নির্বাচিত হন। ২০০৬ সালের কাউন্সিলে তিনি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন। ভোলা মাস্টার বর্তমানে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। এছাড়াও তিনি ২২ বছর বয়সে ইউনিয়ন পরিষদের সদস্য, পরবর্তী ইউনিয়নের চেয়ারম্যান, ২০০৯ সালে বিপুল ভোটের ব্যবধানে ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৬ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত নির্বাচনে ফরিদুপর জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন মৃধা। গত ১০ জুলাই করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এতে জেলা পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য হয়েছিল।