ফরিদপুর জেলা প্রশাসন কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) খান মো: নুরুল আমিন। মঙ্গলবার দুপুর ২টার দিকে তিনি ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ পরিদর্শনে গেলে প্রতিষ্ঠানের শিক্ষকগণ তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান। এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো: মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিপক কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল কবির, জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শারমিন সুলতানা সহ শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার স্কুল ঘুরে দেখেন এবং স্কুলের পক্ষ থেকে প্রজেক্টর প্রদশনের মাধ্যমে তাদের কার্যক্রম তুলে ধরেন। এসময় তিনি স্কুলের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন ও প্রশংসা করে এর সার্বিক সাফল্য কামনা করেন।