রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩২ পূর্বাহ্ন
৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ শরৎকাল, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ

ফরিদপুর জেলা প্রশাসন স্কুলে বই বিতরণ উৎসব

মাহবুব পিয়াল
  • Update Time : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১
  • ১৫৩ Time View

ফরিদপুর জেলা প্রশাসন স্কুলে বই বিতরণ উৎসব রবিবার সকালে স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।উৎসবের উদ্বোধন করেন স্কুলের সভাপতি  ফরিদপুর জেলা প্রসাশক অতুল সরকার।

ফরিদপুর জেলা প্রসাশক অতুল সরকার

এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন এই স্কুলে কলেবর বৃদ্ধি পেয়েছে। স্কুল ক্রমান্বয়ে উন্নতি করছে। আগে শুধুমাত্র ইংরেজি ভার্সনে লেখাপড়া হলেও এ বছর থেকে বাংলা ভার্সনে ছাত্র-ছাত্রী ভর্তি হচ্ছে। আগামী বছর প্রতিষ্ঠানটিকে কলেজ পর্যন্ত নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। স্কুলটিকে জেলার মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তাছাড়া করণা পরিস্থিতি স্বাভাবিক হলে মার্চ মাস থেকে পুরোদমে কাজ শুরু হবে বলে তিনি তার বক্তব্যে জানান। তিনি এ বিদ্যালয়ের প্রত্যেকটা কাজের সাথে অভিবাবকদের সম্পৃক্ততা আশা করেন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মনিরুজ্জামান, সহকারি পরিচালক দবির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দীপক কুমার রায়,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও উন্নয়ন সাইফুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মোছাম্মদ নুসরাত আলী, উপজেলা নির্বাহী অফিসার মাসুম রেজা, অধ্যাপক মোঃ শাহজাহান, অধ্যাপক রিজভী জানান, প্রমূখ। এ সময়  স্কুলের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102