খোন্দকার ইয়াকুব আলী: অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিকাল ৫টায় ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সামনে থেকে ফরিদপুর জেলা যুবদল একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক জনতা ব্যাংকের মোড়ে এসে শেষ হয়। সেখানে তারা এক সংক্ষিপ্ত সমাবেশে করে।মিছিল ও সমাবেশের সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন রাজিব। এখানে আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি কে এম জাফর হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামিমুল হক তালুকদার,সহ সভাপতি আতিকুজ্জামান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির, তথ্য যোগাযোগ ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক খোন্দকার ইয়াকুব আলী, সাবেক স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ ইয়াদ তন্ময়, সাবেক ছাত্রদলের সহ সভাপতি ভিপি হেলাল,সাবেক ছাত্রদলের সহ-সভাপতি যুবদল নেতা এমিল খান, যুবদলের সম্পাদক নাদিম হাসান,যুবদল নেতা মেহেদী হাসান খান কাবুলসহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন তার বক্তব্যে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নামে একটি দল যারা এই দেশ চায়নি এবং যারা দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগের ছত্র ছায়ায় ছাত্রলীগের সংগঠনের কমিটিতে গোপনে নাম লিখিয়েছে ,যারা তাঁদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ক্ষমতা ছিলোনা তারা আজ জননেতা জনাব তারেক রহমানের নামে ফেসবুকে ফেক আইডি খুলে অসাংবিধানিক ও অশালীন মন্তব্য করে যাচ্ছেন, আমরা ইচ্ছা করলেই তাদের খুঁজে বের করে ব্যবস্থা গ্রহণ করতে পারতাম, কিন্তু আমরা তা করিনি, আমরা বিশ্বাস করি আমরা যদি জনগনের মনের কথা বুঝতে পারি এবং তাদের সুখ দুঃখে সম্পৃক্ত হতে পারি তাহলে এই ষড়যন্ত্রকারিরা আমাদের এক চুলও ক্ষতি করতে পারবে না।তাই আমরা হুঁশিয়ার করে দিতে চাই আপনারা আমাদের নিরবতাকে দুর্বলতা মনে করলে ভুল করবেন।আমাতাই এখনো সময় আছে সাংবিধানিক কথাবার্তা বলুন।আর নতুন দল Ncp কে বলতে চাই আমরা আপনাদের সন্মান করতে চাই কিন্তু আপনাদের কিছু নেতার কথা বার্তায় মনে হয় আপনাদের কারনেই স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে না আপনাদের কারন স্বৈরাচারী হাসিনার পতন হয়নি, দীর্ঘ ১৭ বছর বিএনপির আন্দোলন সংগ্রামের ও বিভিন্ন দলের এবং সাধারণ জনগণের সম্পৃক্ততায় এই বিজয় হয়েছে। আপনারা আমাদের শ্রেষ্ঠ সন্তান আমরা আপনাদের সন্মান করতে চাই,তাই শালিনতা বজায় রেখে কথা বলুন। বক্তারা বলেন দেশের আইনশৃঙ্খলা অবনতির জন্যই আজ দেশের এই পরিস্থিতি তাই এই সরকার কে বলব দেশের প্রশাসনিক সংস্কার করে দূর্ত নির্বাচন দিন।