খন্দকার ইয়াকুব আলী; ফরিদপুর প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে গতকাল ১১/০১/২০২৫ তারিখ বিকাল ৪ ঘটিকায় ঐতিহাসিক জনতা ব্যাংকের মোড়ে এক বিশাল যুব সমাবেশের আয়োজন করে।
উক্ত যুব সমাবেশের সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন রাজিব, অনুষ্ঠান পরিচালনা করেন ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা। অনুষ্ঠানের প্রধান বক্তা ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খাঁন পলাশ। বিশেষ অতিথি ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।আরো উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকী মিতুল, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক টুলু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলা, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার সামসুল আরেফিন সাগর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওবায়দুল কাদেরী, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি শহীদ পারভেজ, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড জাহিদুল হক জাহিদ, ফরিদপুর যুবদলের সাবেক আহ্বায়ক সৈয়দ মোস্তাক হোসেন বাবলু, ফরিদপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুসা, ফরিদপুর জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার খায়রুল আনাম, ফরিদপুর জেলা বিএনপির সদস্য এ্যাড জসীম উদ্দিন মৃধা, ফরিদপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাফর হোসেন,সাংগঠনিক সম্পাদক সাহিদুর রহমান সহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজ্জাম্মেল হোসেন মিঠু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ,যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুজ্জামান মিঠু, প্রচার প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক খোন্দকার ইয়াকুব আলী,শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহীম সিটু, যুবদল নেতা মেহেদী হাসান খান কাবুল সহ বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।