ফরিদপুর প্রতিনিধি :ফরিদপুর শহরতলীর বিল মাহমুদপুর এলাকায় ট্রেনে দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে।
জানা গেছে আজ সোমবার সকাল সাড়ে সাতটাযর দিকে রাজবাড়ী থেকে ভাঙ্গাগামী ট্রেন বিলমামুদপুর এলাকা অতিক্রম করার সময ট্রেনের সাথে ধাক্কা লেগে রেল লাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন লুৎফুন্নেসা নেসা (৬৮)।সে বিলমামুদপুর নতুন ডাঙ্গী এলাকার আয়নাল শেখের স্ত্রী।
সংবাদ পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা ও রাজবাড়ি রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি তাদের হেফাজত নেয়।পরে পরিবারের কাছে মৃতদেহটি হস্তান্তর করা হয়।