সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০২:৫১ পূর্বাহ্ন
১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ হেমন্তকাল, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
সারা দেশে পাঁচ শতাধিক থানার ওসি বদলি হচ্ছেন নভেম্বরে রেমিট্যান্স কমেছে : বাংলাদেশ ব্যাংক ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি দাম আবারো বেড়েছে প্রোটিয়াদের হারিয়ে টাইগ্রেসদের ইতিহাস চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাস্তানদের গ্রেফতারের নির্দেশ ইসির এক দিনে ৭শ’ ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিল ইসরায়েল আগামী ১৭ তারিখের মধ্যে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র না তুললে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে — আব্দুর রহমান বিকল্পধারার যুগ্ম-মহাসচিব মাহি বি চৌধুরীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা হাইকোর্টে মির্জা ফখরুলের জামিন আবেদন পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় দুজন সেনা সদস্যসহ ৮ বাসযাত্রী নিহত

ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা গেল সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ।। ঢাকার সাথে বাণিজ্যিক রেল চলাচল শুরু ।।

মাহবুব পিয়াল
  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৫৮ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার গেল সুন্দরবন এক্সপ্রেস। বুধবার (১ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে খুলনা রেল স্টেশন থেকে ছেড়ে আসে ট্রেনটি। নতুন রুটে দূরত্ব কমে যাওয়ায় সময় কম লাগবে অন্তত দুই ঘণ্টা।

ফরিদপুর রেল স্টেশনে  বৃহস্পতিবারবার (২ নভেম্বর) রাত ৩টার সময় যাত্রীরা ঢাকার উদ্দেশ্যে ট্রেনে করে রওনা দেন। এ সময় ফরিদপুর স্টেশনে এর কাছে বরাদ্দকৃত টিকিট গুলোর সবগুলোই বিক্রি হয়ে যায়‌।

ফরিদপুর রেলওয়ে স্টেশন মাস্টার তাকদির হোসেন জানান, খুলনা থেকে ২২৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি। ফরিদপুর স্টেশনে এসে পৌঁছায় রাত ২টা ৫৭ মিনিটের সময়। পরে তিন মিনিটের যাত্রা বিরতি শেষে তিনটার সময় ঢাকার উদ্দেশ্যে রওনা করে ট্রেনটি।

তিনি আরও জানান, খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি রুট পরিবর্তন করে কুষ্টিয়ার পোড়াদাহ, রাজবাড়ী, ফরিদপুর, ভাঙা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছেছে ভোর ৫টা দশ মিনিটে। আজ বৃহস্পতিবার ঢাকা থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে ফরিদপুরে ১০টা ৮ মিনিটে এসে পৌছায় ট্রিনটি।

ফরিদপুর থেকে ছেড়ে বিকেল ৩টা ৫০ মিনিটে খুলনায় গিয়ে পৌছেছে ট্রেনটি। তিনি বলেন, নতুন এই রুটে সময় কম লাগছে অন্তত ২ ঘণ্টা।

রেল স্টেশন সূত্রে জানা গেছে, ট্রেনটি ১৩টি বগি নিয়ে ঢাকায় য়ায়। সুন্দরবন ট্রেনে মোট আসন সংখ্যা ৮৬০টি। এর মধ্যে শোভন চেয়ার ৪৯২টি, এসি বার্থ ৪৮টি ও স্নিগ্ধা ৩২০টি। আর ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনের আসন সংখ্যা  ৯০৮টি। এর মধ্যে শোভন চেয়ার ৪৯২টি, এসি সিট ৯৬টি ও স্নিগ্ধা ৩২০টি।

ফরিদপুর থেকে ঢাকা পর্যন্ত সুন্দরবন আন্তঃনগর ট্রেনের ভাড়া শোভন চেয়ার শ্রেণি ২৬৫ টাকা রাখা হয়েছে।‌#

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102