ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
সুখী দেশের তালিকায় আরও পাঁচ ধাপ পিছিয়ে এ বছর ১৩৪তম অবস্থানে নেমে গেছে বাংলাদেশ আত্মপ্রকাশ করেছে সাবেক সেনা কর্মকর্তাদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল ‘জনতার দল’ সরকার ১৯৬ কর্মকর্তাকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় চারটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত যে কোনো উপায়ে আগামী ২৯ মার্চ শাওয়াল বা ঈদুল ফিতরের চাঁদ দেখা সম্ভব নয়: সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র আগামী ১০ এপ্রিল থেকে ৩৩ দিন বন্ধ থাকবে কোচিং সেন্টার চলতি মাসের প্রথম ১৯ দিনে দেশে এসেছে ২২৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স গাজা উপত্যকায় গত মঙ্গলবার থেকে উপত্যকাটিতে ৭১০ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের একটি বিমানবন্দরে হামলা চালানোর কথা জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি মিথ্যা তথ্য দিয়ে ডব্লিউএইচওতে চাকরি, পুতুলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক

ফরিদপুর পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা

ফরিদপুর পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে শহরের কবি জসীমউদ্দীনহলে রিটার্নিং কর্মকর্তা শাহেদুন‌ নবী চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।
সভায় বক্তব্য দেন আওয়ামীলীগের মেয়র পদপ্রার্থী অমিতাভ বোস, বিএনপির মেয়র প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত মেয়র প্রার্থী হাফেজ মোঃ সালামা। এছাড়া কাউন্সিলরদের মধ্যে বক্তব্য রাখেন ২০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মতিউর রহমান শামীম ও ১১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিরুল ইসলাম মনির।
সভায় প্রধান অতিথি বলেন নির্বাচন যাতে সুস্থ ও সুন্দর হয় সেজন্য প্রশাসন তৎপর রয়েছে। প্রার্থীদের নির্বাচন আচরণবিধি মেনে প্রচার করার আহ্বান জানিয়েতিনি প্রার্থীদের বাড়ি বা প্রতিষ্ঠানে দেওয়ালে পোস্টার না লাগানোর জন্য আহ্বান জানান। একই সাথে তিনি প্রার্থীদের করোনা সচেতনতা মূলক প্রচার করতে মাস্ক এর ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন।
পৌর নির্বাচন একটা সুন্দর ও সফল নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন জনগণের কথা বিবেচনা করে এবং তাদের জন্য কোনো স্বাস্থ্য ঝুঁকি না থাকে সে কারণে প্রত্যেক ভোটারের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে অনুরোধ করেন। এবং একই সাথে নির্বাচন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা হস্তক্ষেপ করবে বলে জানান। এছাড়া ভোট কেন্দ্রের মধ্যে কোনো প্রার্থী যাতে না পোস্টার লাগায় সেদিকে সজাগ দৃষ্টি দেবার প্রতি অনুরোধ করেন।
উল্লেখ্য আগামী ১০ ডিসেম্বর ফরিদপুর পৌরসভায় নির্বাচনে চারজন মেয়র প্রার্থী ও ১৯৪ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।

Tag :

সুখী দেশের তালিকায় আরও পাঁচ ধাপ পিছিয়ে এ বছর ১৩৪তম অবস্থানে নেমে গেছে বাংলাদেশ

ফরিদপুর পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা

Update Time : ০৮:০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০

ফরিদপুর পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে শহরের কবি জসীমউদ্দীনহলে রিটার্নিং কর্মকর্তা শাহেদুন‌ নবী চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।
সভায় বক্তব্য দেন আওয়ামীলীগের মেয়র পদপ্রার্থী অমিতাভ বোস, বিএনপির মেয়র প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত মেয়র প্রার্থী হাফেজ মোঃ সালামা। এছাড়া কাউন্সিলরদের মধ্যে বক্তব্য রাখেন ২০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মতিউর রহমান শামীম ও ১১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিরুল ইসলাম মনির।
সভায় প্রধান অতিথি বলেন নির্বাচন যাতে সুস্থ ও সুন্দর হয় সেজন্য প্রশাসন তৎপর রয়েছে। প্রার্থীদের নির্বাচন আচরণবিধি মেনে প্রচার করার আহ্বান জানিয়েতিনি প্রার্থীদের বাড়ি বা প্রতিষ্ঠানে দেওয়ালে পোস্টার না লাগানোর জন্য আহ্বান জানান। একই সাথে তিনি প্রার্থীদের করোনা সচেতনতা মূলক প্রচার করতে মাস্ক এর ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন।
পৌর নির্বাচন একটা সুন্দর ও সফল নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন জনগণের কথা বিবেচনা করে এবং তাদের জন্য কোনো স্বাস্থ্য ঝুঁকি না থাকে সে কারণে প্রত্যেক ভোটারের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে অনুরোধ করেন। এবং একই সাথে নির্বাচন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা হস্তক্ষেপ করবে বলে জানান। এছাড়া ভোট কেন্দ্রের মধ্যে কোনো প্রার্থী যাতে না পোস্টার লাগায় সেদিকে সজাগ দৃষ্টি দেবার প্রতি অনুরোধ করেন।
উল্লেখ্য আগামী ১০ ডিসেম্বর ফরিদপুর পৌরসভায় নির্বাচনে চারজন মেয়র প্রার্থী ও ১৯৪ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।