মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৯:২৩ অপরাহ্ন
১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ শরৎকাল, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফরিদপুর পৌর নির্বাচনে আ.লীগ প্রার্থী অমিতাভ বোসের নির্বাচনী পথ সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ২২৯ Time View

আসন্ন ১০ ডিসেম্বর ফরিদপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে আ.লীগ মনোনীত মেয়র প্রার্থী অমিতাভ বোস বৃহস্পতিবার বিকালে শহরের বান্ধব পল্লীতে নির্বাচনী পথ সভা করেছেন।

ফরিদপুর শহর আওয়ামী লীগ আয়োজিত এই পথসভায় বক্তব্যে রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সামসুল হক ভোলা মাস্টার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামিম হক, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু, আওয়ামী লীগ মনোনীত মেয়র  প্রার্থী অমিতাভ বোস।

পথসভায় বক্তারা বলেন, আগামী নির্বাচনে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী অমিতাভ বোস কে বিজয় করুন ,তাহলে শেখ হাসিনা ফরিদপুর পৌরসভাকে একটি সোনার পৌরসভা হিসেবে গড়ে তুলবে।

বর্তমান মেয়র বলেন, আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করেছি। আমি এখন নৌকার প্রার্থীর পক্ষে আপনাদের কাছে ভোট চাচ্ছি।

এসময় মেয়র প্রার্থী অমিতাব বোস বলেন, আমি চেয়ারের ভক্ষক নয়, রক্ষক হতে চাই। নাগরিক জীবনের সকল সমস্যা নিরসনে সময় উপযোগী উদ্যোগ নিয়ে সমাধান করতে চাই। ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা জাবির শফি দিনার সহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিল।

সভা শেষে শামিম হক ও বর্তমান মেয়র শেখ মাহবাব আলী মেথুর পক্ষ থেকে করোনা মোকাবেলায় মাস্ক ও সাবান বিতরন করেন।

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102