মাহবুব পিয়াল, ফরিদপুর ঃ বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা নিয়ে অবিলম্বে ফরিদপুরকে বিভাগ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুরে সর্বস্তরের মানুষ। সমাবশে অনেককেই দাবি সম্বলিত ফেস্টুন হাতে নিয়ে সমাবেশে যোগ দিতে দেখা যায়। এ সময় “দাবি মোদের একটাই-ফরিদপুর বিভাগ চাই” সহ বিভিন্ন মুহু মুহু শ্লোগানে ঘটনাস্থল প্রকম্পিত হয়ে ওঠে সমাবেশস্থল।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে “দ্রæততম সময়ের মধ্যে ফরিদপুর বিভাগের বাস্তবায়ন চাই” দাবিতে ফরিদপুর প্রেসক্লাব চত্ত¡র থেকে বিক্ষোভ সমাবেশ শুরু হয়ে মুজিব সড়ক ধরে শহরের জনতা ব্যাংকের মোড়, আলীপুরের মোড় হয়ে হাসিবুল হাসান লাবলু সড়ক, কবি জসীমউদ্দিন সড়ক দিয়ে সুপার মার্কেটের মোড় হয়ে পুণরায় ফরিদপুর প্রেসক্লাব চত্ত¡রে ফিরে এক সমাবেশে বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, ফরিদপুর অত্যন্ত পুরনো জেলা। এ জেলার রাজনীতিতে, সংস্কৃতিতে ও জনসংখ্যায় এবং ভৌগলিক ভাবে পদ্মার এপাড়ে হওয়ায় বৃহত্তর ফরিদপুরের কোন জেলা ঢাকা বিভাগের সাথে যুক্ত হওয়ার কোন সুযোগ নেই।
এ সময় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের লিখিত বক্তব্য পড়ে শোনান জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক জুলফিকার হোসেন। এছাড়া কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের লিখিত বক্তব্য পড়ে শোনান ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা জামায়াতের নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহম্মেদ, বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া, জেলা খেলাফত মজলিশের সভাপতি আবু নাসের, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ইসলামি আন্দোলন ফরিদপুর জেলার সাবেক সভাপতি মো. ওয়াহিদুজ্জামান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোজাম্মল হক, নগরকান্দা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এর আগে সকাল ১০টা থেকে শুরু হওয়া সর্বদলীয় বৈঠকে বক্তব্য দেন, ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি আলতাফ হোসেন। এ সময় তিনি বলেন, ফরিদপুর বিভাগ আমাদের ন্যায্য দাবি। আমাদেরকে দিতেই হবে। তরুণ সমাজ জেগেছে, তারা এ দাবি আদায় করে ছাড়বে।
সমাবেশ ও মিছিলে ফরিদপুরের সর্বস্তরের জনসাধারণ অংশ নেয়। অনেককেই দাবি সম্বলিত ফেস্টুন হাতে নিয়ে সমাবেশে যোগ দিতে দেখা যায়। এ সময় “দাবি মোদের একটাই-ফরিদপুর বিভাগ চাই”, “আর কোন কথা নাই –ফরিদপুর বিভাগ চাই”, “সোনালী আশে ভরপুর-বিভাগ চাই ফরিদপুর”, “পদ্মা মেঘনা যমুনা-ফরিদপুর আমাদের ঠিকানা” মুহু মুহু শ্লোগানে ঘটনাস্থল প্রকম্পিত হয়ে ওঠে সমাবেশস্থল।
মাহবুব পিয়াল 


















