বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮অক্টোবর) সকলে ফরিদপুর প্রেসক্লাবে এ কর্মসূচির আয়োজন করেন ফরিদপুর মহানগর যুবদল। ফরিদপুর মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এম এম ইউসুফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৩ আসনের সম্ভাব্য প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ।
অনুষ্ঠানের উদ্বোধক ফরিদপুর ড্যাব এর সভাপতি ডাঃ মুস্তাফিজুর রহমান শামীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলী রেজোয়ান বিশ্বাস তরুণ।বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ,এফ এম কাইউম জঙ্গি, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির সাধারণ গোলাম মোস্তফা মিরাজ, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, কোতয়ালী বিএনপির আহ্বায়ক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, যুবদল নেতা ভিপি সেলিম, মহানগর যুবদল নেতা সাইফুল ইসলাম চৌধুরী,ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল,ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসসহ বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ফরিদপুর মহানগর যুবদল আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক না কেটে জনসাধারণের জন্য স্বেচ্ছায় রক্তদানসহ অভিজ্ঞ চিকিৎসক দিয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করার আয়োজন করেন।