খোন্দকার ইয়াকুব আলী : শুক্রবার যুবদল ও মহানগর যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়া এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোনায়েম মুন্নার মুক্তির দাবিতে ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় এর সামনে থেকে একটি বিশাল মিছিল বের করে মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে আলীপুর নয়াব আলী টাওয়ারে গিয়ে শেষ হয়। মিছিল ও সমাবেশের সভাপতিত্ব করেন ফরিদপুর মহানগর যুবদল ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ফরিদপুর বিভাগ বেনজীর আহমেদ তাবরিজ। মিছিল ও সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু। এখনে আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কে আক্তার টুটুল, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাইউম মিয়া, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ফরিদপুর জাসাসের আহ্বায়ক সৈয়দ তুহিন, ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি আতিকুজ্জামান মিঠু, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিদার,প্রচার প্রকাশনা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক খোন্দকার ইয়াকুব আলী,কর্ম সংস্থান সম্পাদক শহিদুল ইসলাম টুটুল, যুবদলের সদস্য আমান সহ যুবদল ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত সমাবেশে বক্তব্যে মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু বলেন গনতন্ত্রের মা আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই স্বৈরাচারী সরকার মিথ্যা মামলা দিয়ে গৃহবন্দি করে রেখেছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাকে মিথ্যা মামলা দিয়ে জেলে পুরে রেখেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও মুনায়েম মুন্নাসহ দেশে যতো রাজ বন্দী আছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে।যে দেশে দিনের ভোট রাতে হয় এবং জনগণ ভোট দিতে পারে না,সে দেশে গনতন্ত্র থাকে না।এই সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করে ফেলছে। তাই অবিলম্বে এই ভোট চোর সরকারকে পদত্যাগ করতে হবে,তা না হলে দেশের মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে হিমসিম খাবে।তাই দেশের জনগণকে রাজপথে নামতে হবে এই স্বৈরাচারী সরকারকে ক্ষমতা থেকে নামাতে হলে। বক্তব্যের শেষে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি জন্য দেশের মানুষের কাছে দোয়া চান।