ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান; ১০০টিরও বেশি ড্রোন ছুঁড়েছে ইসরায়েলি সেনাবাহিনী ইরানের ছয়টি স্থানে বিমান হামলা চালিয়েছে জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীকে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক ঘিরে সবার নজর এখন লন্ডনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় এক দিনে ১০৩ জন ফিলিস্তিনি নিহত ইসরায়েলি হামলার কঠোর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছে তেহরান ইসরায়েলকে ‘ভয়াবহ পরিণামের’ হুঁশিয়ারি দিলেন খামেনি ইরানের রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো তৃতীয় ধাপে আক্রমণ শুরু করেছে ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র যতক্ষণ প্রয়োজন ইরানে হামলা চলবে: নেতানিয়াহু

ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে হয়ে গেলো ক্রিড়াঙ্গনের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের এক মিলন মেলা

২৭ ফেব্রুয়ারি ,২০২১। দিনটি ছিলো অভূতপূর্ব এক আনন্দময় দিন। আজ ছিলো ফরিদপুর শেখ জামাল ষ্টেডিয়ামে  ক্রিড়াঙ্গনের সাবেক খেলোয়াড়দের জন্য এক অভূতপূর্ব পূনর্মিলনের দিন। যাঁরা এই মাঠে খেলা,  মাঠ, ফরিদপুর শহর কে ভালোবেসে নিজেকে উজাড় করে এক সময় দাপট নিয়ে খেলেছেন, খেলা শিখিয়েছেন তাঁদের কেউ কেউ একেকজন শিক্ষানবীশ হয়েছেন, কোঁচ হয়েছেন, জীবন ও জীবিকার প্রয়োজনের তাগিদে ভিন্ন খাতে ও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, সেই তাঁদের ই জন্য ছিলো আজকের এই আয়োজন ।

ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়াম স্বাক্ষী হয়ে থাকল স্বনামধন্য ফুটবল, ক্রিকেট, হকি সহ বিভিন্ন ক্রিড়াঙ্গনের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের এক অভূতপূর্ব মিলনমেলার। এসময় অনেকে ক্রিড়াঙ্গনের তার সাথীদের সাথে অনেকদিন পর সাক্ষাতে  আবেগেআপ্লুত হয়ে পড়েন, একে অন্যকে জড়িয়ে ধরেন। জীবন ও জীবিকার তাগিদে অনেকে ক্রিড়াঙ্গন থেকে বিদায় নিলেও তাদের স্মৃতি বিজরিত মাঠ ও সহখেলোয়াড়দের পেয়ে তাদের স্মৃতি চারণ করেন।

সারাদিন সকলে ব্যস্ত সময় কাটান সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এ মিলনমেলার ছবি এবং আবেগঘন স্ট্যাটাস শেয়ার করার মাধ্যমে। ফরিদপুর জেলা ফুটবল এ্যাসোসিয়েসনের সাধারন সম্পাদক এবং সাবেক ফুটবলার আবুল কাশেম ভোলা তার নিজস্ব ফেসবুক পেজে অনুষ্ঠানের ছবি দিয়ে লেখেন

“ফরিদপুর জেলার ক্রীড়াঅঙ্গনের সাবেক রত্নদের নিয়ে পূর্ণমিলনী অনুষ্ঠান হয়। প্রায় ২৫ থেকে ৩০ বছর পরে কারো কারো সাথে দেখা হয় কেউ কেউ তখন আবেগে আপ্লুত হয়ে একে অপরকে জরিয়ে ধরে আনন্দ প্রকাশ করে। পুরানো বন্ধু ও খেলার সাথীদের সাথে দেখা হওয়ায় এ যেন এক বিশাল মিলন মেলায় পরিণত হয়। আল্লাহ কাছে প্রার্থনা করি আবারো যেন আমরা এ মিলন মেলায় সকলকে দেখতে পাই।“

এক সময়ের জনপ্রিয় হকি খেলোয়াড় মিরাজুল হাসান মিরাজ তার ফেসবুক পেজে শেয়ার করেন

“হাম কিসিসে কাম নেহি। আমরা ফরিদপুরিয়ান প্রাক্তন খেলোয়াড় ।ভালোবাসি ফরিদপুর, উদ্যোক্তাদের ধন্যবাদ।“

রুবায়েত ফেরদোস জামি, সাবেক ক্রিকেটার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তা্র ফেসবুক পেজে শেয়ার করেন

“সব ভাই ব্রাদার এক সাথে। ধন্যবাদ এসএম আহসান তুহিন ও গোলাম নাসিম ভাই ভাই। মুকুল মামা সহ সবাইকে এত সুন্দর একটা অনুস্ঠান করার জন্য।”

মনটা পরে আছে এখনো সেই মাঠে,কিন্তু করারা কিচ্ছু নাই সকালে অফিস চলে যাচ্ছি ঢাকায়।তবে দেখা হবে আবার।“

ফরিদপুরের ক্রিকেটাঙ্গনের তারকা খেলোয়াড় তালহা যোবায়ের ও নাজমুস সাকিব তন্ময়ের মাতা মাসুদা বুলু অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তার ফেসবুক পেজে তার অনুভূতিগুলো শেয়ার করেন এভাবে, “২৭ ফেব্রুয়ারি ,২০২১।দিনটি ছিলো অভূতপূর্ব এক আনন্দময় দিন। যাঁরা এই খেলা, মাঠ, ফরিদপুর শহর কে ভালোবেসে নিজেকে উজাড় করে এক সময় দাপট নিয়ে খেলেছেন, খেলা শিখিয়েছেন তাঁদের কেউ কেউ একেকজন শিক্ষানবীশ হয়েছেন, কোঁচ হয়েছেন, প্রয়োজনের তাগিদে ভিন্ন খাতে ও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, সেই তাঁদের ই জন্য ছিলো আজকের এই আয়োজন ।

আজ ছিলো ফরিদপুর ষ্টেডিয়ামে এই এক্স প্লেয়ারদের জন্য এক অভূতপূর্ব পূনর্মিলনের দিন। আমি এই আয়োজনে গেষ্ট হিসেবে ইনভাইটেড ছিলাম আমার কোন যোগ্যতায় নয়, ইনভাইটেড ছিলাম আমি ক্রিকেট প্লেয়ারের “মা” হিসেবে, সেই আমার সন্তানদ্বয়ের যোগ্যতায়।আনন্দে আমি উদ্বেলিত, উল্লসিত ছিলাম। আমি খন্দকার নাজমুছ ছাকিব ( তন্ময় ) ও তালহা জুবায়ের( তানিম) এর “মা” এই হিসেবে। খুব ভালো লেগেছে অনেক অনেক বিশিষ্ট ও গন্য মান্য ( এক্স প্লেয়ার)ব্যক্তিবর্গের সান্নিধ্য পেয়ে, কথা বলতে পেরে। আনকাউন্টেবল ধন্যবাদ দিতে হয়, যাঁরা এই এতো সুন্দর আয়োজনের উদ্যোগ নিয়েছেন ,সহযোগিতা করেছেন,পুরা ফরিদপুর ষ্টেডিয়াম কে আলোকময় করে তুলেছেন।“

ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্টিত এই আয়োজনের সার্বিক সহযোগিতা করেছে ফরিদপুর জেলা ক্রিড়া সংস্থ এবং সাবেক ও বর্তমান কিছু খেলোয়াড়।

Tag :
জনপ্রিয়

ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান; ১০০টিরও বেশি ড্রোন ছুঁড়েছে

ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে হয়ে গেলো ক্রিড়াঙ্গনের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের এক মিলন মেলা

Update Time : ০৭:৫৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১

২৭ ফেব্রুয়ারি ,২০২১। দিনটি ছিলো অভূতপূর্ব এক আনন্দময় দিন। আজ ছিলো ফরিদপুর শেখ জামাল ষ্টেডিয়ামে  ক্রিড়াঙ্গনের সাবেক খেলোয়াড়দের জন্য এক অভূতপূর্ব পূনর্মিলনের দিন। যাঁরা এই মাঠে খেলা,  মাঠ, ফরিদপুর শহর কে ভালোবেসে নিজেকে উজাড় করে এক সময় দাপট নিয়ে খেলেছেন, খেলা শিখিয়েছেন তাঁদের কেউ কেউ একেকজন শিক্ষানবীশ হয়েছেন, কোঁচ হয়েছেন, জীবন ও জীবিকার প্রয়োজনের তাগিদে ভিন্ন খাতে ও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, সেই তাঁদের ই জন্য ছিলো আজকের এই আয়োজন ।

ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়াম স্বাক্ষী হয়ে থাকল স্বনামধন্য ফুটবল, ক্রিকেট, হকি সহ বিভিন্ন ক্রিড়াঙ্গনের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের এক অভূতপূর্ব মিলনমেলার। এসময় অনেকে ক্রিড়াঙ্গনের তার সাথীদের সাথে অনেকদিন পর সাক্ষাতে  আবেগেআপ্লুত হয়ে পড়েন, একে অন্যকে জড়িয়ে ধরেন। জীবন ও জীবিকার তাগিদে অনেকে ক্রিড়াঙ্গন থেকে বিদায় নিলেও তাদের স্মৃতি বিজরিত মাঠ ও সহখেলোয়াড়দের পেয়ে তাদের স্মৃতি চারণ করেন।

সারাদিন সকলে ব্যস্ত সময় কাটান সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এ মিলনমেলার ছবি এবং আবেগঘন স্ট্যাটাস শেয়ার করার মাধ্যমে। ফরিদপুর জেলা ফুটবল এ্যাসোসিয়েসনের সাধারন সম্পাদক এবং সাবেক ফুটবলার আবুল কাশেম ভোলা তার নিজস্ব ফেসবুক পেজে অনুষ্ঠানের ছবি দিয়ে লেখেন

“ফরিদপুর জেলার ক্রীড়াঅঙ্গনের সাবেক রত্নদের নিয়ে পূর্ণমিলনী অনুষ্ঠান হয়। প্রায় ২৫ থেকে ৩০ বছর পরে কারো কারো সাথে দেখা হয় কেউ কেউ তখন আবেগে আপ্লুত হয়ে একে অপরকে জরিয়ে ধরে আনন্দ প্রকাশ করে। পুরানো বন্ধু ও খেলার সাথীদের সাথে দেখা হওয়ায় এ যেন এক বিশাল মিলন মেলায় পরিণত হয়। আল্লাহ কাছে প্রার্থনা করি আবারো যেন আমরা এ মিলন মেলায় সকলকে দেখতে পাই।“

এক সময়ের জনপ্রিয় হকি খেলোয়াড় মিরাজুল হাসান মিরাজ তার ফেসবুক পেজে শেয়ার করেন

“হাম কিসিসে কাম নেহি। আমরা ফরিদপুরিয়ান প্রাক্তন খেলোয়াড় ।ভালোবাসি ফরিদপুর, উদ্যোক্তাদের ধন্যবাদ।“

রুবায়েত ফেরদোস জামি, সাবেক ক্রিকেটার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তা্র ফেসবুক পেজে শেয়ার করেন

“সব ভাই ব্রাদার এক সাথে। ধন্যবাদ এসএম আহসান তুহিন ও গোলাম নাসিম ভাই ভাই। মুকুল মামা সহ সবাইকে এত সুন্দর একটা অনুস্ঠান করার জন্য।”

মনটা পরে আছে এখনো সেই মাঠে,কিন্তু করারা কিচ্ছু নাই সকালে অফিস চলে যাচ্ছি ঢাকায়।তবে দেখা হবে আবার।“

ফরিদপুরের ক্রিকেটাঙ্গনের তারকা খেলোয়াড় তালহা যোবায়ের ও নাজমুস সাকিব তন্ময়ের মাতা মাসুদা বুলু অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তার ফেসবুক পেজে তার অনুভূতিগুলো শেয়ার করেন এভাবে, “২৭ ফেব্রুয়ারি ,২০২১।দিনটি ছিলো অভূতপূর্ব এক আনন্দময় দিন। যাঁরা এই খেলা, মাঠ, ফরিদপুর শহর কে ভালোবেসে নিজেকে উজাড় করে এক সময় দাপট নিয়ে খেলেছেন, খেলা শিখিয়েছেন তাঁদের কেউ কেউ একেকজন শিক্ষানবীশ হয়েছেন, কোঁচ হয়েছেন, প্রয়োজনের তাগিদে ভিন্ন খাতে ও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, সেই তাঁদের ই জন্য ছিলো আজকের এই আয়োজন ।

আজ ছিলো ফরিদপুর ষ্টেডিয়ামে এই এক্স প্লেয়ারদের জন্য এক অভূতপূর্ব পূনর্মিলনের দিন। আমি এই আয়োজনে গেষ্ট হিসেবে ইনভাইটেড ছিলাম আমার কোন যোগ্যতায় নয়, ইনভাইটেড ছিলাম আমি ক্রিকেট প্লেয়ারের “মা” হিসেবে, সেই আমার সন্তানদ্বয়ের যোগ্যতায়।আনন্দে আমি উদ্বেলিত, উল্লসিত ছিলাম। আমি খন্দকার নাজমুছ ছাকিব ( তন্ময় ) ও তালহা জুবায়ের( তানিম) এর “মা” এই হিসেবে। খুব ভালো লেগেছে অনেক অনেক বিশিষ্ট ও গন্য মান্য ( এক্স প্লেয়ার)ব্যক্তিবর্গের সান্নিধ্য পেয়ে, কথা বলতে পেরে। আনকাউন্টেবল ধন্যবাদ দিতে হয়, যাঁরা এই এতো সুন্দর আয়োজনের উদ্যোগ নিয়েছেন ,সহযোগিতা করেছেন,পুরা ফরিদপুর ষ্টেডিয়াম কে আলোকময় করে তুলেছেন।“

ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্টিত এই আয়োজনের সার্বিক সহযোগিতা করেছে ফরিদপুর জেলা ক্রিড়া সংস্থ এবং সাবেক ও বর্তমান কিছু খেলোয়াড়।