নির্ভীক সাংবাদিক গৌতম দাসের ১৫তম মৃত্যুবার্ষিকী তার জন্মস্থান ভাঙ্গায় পালিত হয়েছে। মঙ্গলবার সকালে ভাঙ্গা পৌরসভার চন্ডিদাসদী মহল্লায় গৌতম দাসের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করেন ভাঙ্গা প্রেসক্লাব, ফরিদপুর সমকাল সুহৃদয় সমাবেশ, ফরিদপুর প্রথম আলো বন্ধুসভা, ভাঙ্গার তারেক মাসুদ ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এরপর গৌতম দাসের বাড়ির আঙিনায় তারেক মাসুদ ফাউন্ডেশনের পক্ষ থেকে স্মরণ সভার আয়োজন করা হয়।
তারেক মাসুদ ফাউন্ডেশনের সভাপতি মোসায়েদ হোসেন ঢালীর সভাপতিত্বে অনু্ষ্ঠিত এ স্মরণ সভায় বক্তব্য দেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, মুক্তিযোদ্ধা মিয়ান আব্দুর ওয়াদুদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি পান্না বালা, ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুধিন কুমার সরকার, শিবচর রিজিয়া বেগম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বাবুল আশরাফ, ভাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা, ভাঙ্গার জেষ্ঠ্য সাংবাদিক ওবায়দুল আলম সম্রাট, সাপ্তাহিক ভাঙ্গার খবরের সম্পাদক মামুনুর রশিদ, ইত্তেফাক ভাঙ্গা প্রতিনিধি রমজান শিকদার, ভাঙ্গা কে এম কলেজের সাবেক ভিপি মো: শোকত, উদীচী ভাঙ্গা শাখার সভাপতি মিঞা মো: বে-নজীর আহমাদ, সম্জতান্ত্রিক মহিলা ফোরামের ভাঙ্গা শাখার সভনেত্রী মাহমুদা হোসেন, তারেক মাসুদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাঈদ মাসুদ প্রমুখ।
আলোচকেরা সাংবাদিক গৌতম দাসের সহাসীকতা এবং নির্ভীক সাংবাদিকতার বিভিন্ন স্মৃতীচারণ করেন।
উল্লেখ্য ২০০৫ সালের ১৭ নভেম্বর ফরিদপুর শহরের নিলটুলী মুজিব সড়কে স্মরণী মার্কেটে অবস্থিত দৈনিক সমকাল ব্যুরো অফিসে শ্বাসরোধ করে হত্যা করা হয় গৌতম দাসকে।
২০১৩ সালের ২৭ জুন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন গৌতম দাস হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে নয়জন আসামির সকলকেই যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করা হয়।