বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সারাদেশে একই পদ্ধতিতে খতম তারাবি পড়ার আহ্বান রমজানে মাধ্যমিক-কলেজে ছুটি, প্রাথমিকে ক্লাস ১৫ দিন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পুরো বিশ্বকে ভুগতে হচ্ছে আরাভ খান দুবাইয়ে গ্রেপ্তার হননি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোজা কবে শুরু, জানা যাবে কাল ৬৮৬ জনকে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে সরকার ঈদের আগেই প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ৪০ হাজার পরিবার দুর্নীতি দমন করতে গিয়ে দুদকের কোনো কর্মকর্তা-কর্মচারী যাতে দুর্নীতির সঙ্গে জড়িত না হয় আইরিশদের ভাগ্যে স্বস্তি নিয়ে এসেছে বৃষ্টি; দ্বিতীয় ওয়ানডেটি পরিত্যক্ত সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ৮-১ গোলে উড়িয়ে দিয়েছে ভুটানকে

ফরিদপুর সাংবাদিক গৌতম দাস হত্যার ১৫তম দিবসে শ্রদ্ধা নিবেদন

মো: সাইফুদ্দীন জুয়েল
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ২২৭ Time View

নির্ভীক সাংবাদিক গৌতম দাসের ১৫তম মৃত্যুবার্ষিকী তার জন্মস্থান ভাঙ্গায় পালিত হয়েছে। মঙ্গলবার সকালে ভাঙ্গা পৌরসভার চন্ডিদাসদী মহল্লায় গৌতম দাসের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করেন ভাঙ্গা প্রেসক্লাব, ফরিদপুর সমকাল সুহৃদয় সমাবেশ, ফরিদপুর প্রথম আলো বন্ধুসভা, ভাঙ্গার তারেক মাসুদ ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এরপর গৌতম দাসের বাড়ির আঙিনায় তারেক মাসুদ ফাউন্ডেশনের পক্ষ থেকে স্মরণ সভার আয়োজন করা হয়।

তারেক মাসুদ ফাউন্ডেশনের সভাপতি মোসায়েদ হোসেন ঢালীর সভাপতিত্বে অনু্ষ্ঠিত এ স্মরণ সভায় বক্তব্য দেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, মুক্তিযোদ্ধা মিয়ান আব্দুর ওয়াদুদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি পান্না বালা, ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুধিন কুমার সরকার, শিবচর রিজিয়া বেগম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বাবুল আশরাফ, ভাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা, ভাঙ্গার জেষ্ঠ্য সাংবাদিক ওবায়দুল আলম সম্রাট, সাপ্তাহিক ভাঙ্গার খবরের সম্পাদক মামুনুর রশিদ, ইত্তেফাক ভাঙ্গা প্রতিনিধি রমজান শিকদার, ভাঙ্গা কে এম কলেজের সাবেক ভিপি মো: শোকত, উদীচী ভাঙ্গা শাখার সভাপতি মিঞা মো: বে-নজীর আহমাদ, সম্জতান্ত্রিক মহিলা ফোরামের ভাঙ্গা শাখার সভনেত্রী মাহমুদা হোসেন, তারেক মাসুদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাঈদ মাসুদ প্রমুখ।

আলোচকেরা সাংবাদিক গৌতম দাসের সহাসীকতা এবং নির্ভীক সাংবাদিকতার বিভিন্ন স্মৃতীচারণ করেন।

উল্লেখ্য  ২০০৫ সালের ১৭ নভেম্বর ফরিদপুর শহরের নিলটুলী মুজিব সড়কে স্মরণী মার্কেটে অবস্থিত দৈনিক সমকাল ব্যুরো অফিসে শ্বাসরোধ করে হত্যা করা হয় গৌতম দাসকে।
২০১৩ সালের ২৭ জুন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন গৌতম দাস হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে নয়জন আসামির সকলকেই যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করা হয়।

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102