ইংরেজি নববর্ষ ২০২১বরণ উপলক্ষে ফরিদপুর সিটি পেজ এর উদ্যোগে ঘুড়ি ও ফানুস উড়ানো অনুষ্ঠান শুক্রবার বিকেলে শহরতলীর ধলার মোড়ে অনুষ্ঠিত হয়। উপলক্ষে উক্ত স্থানে হাজারো মানুষের ঢল নামে।
সকাল ১১ টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টাইম ইউনিভার্সিটি বাঙলাদেশ এর উপাচার্য ড. প্রফেসর এএইচএম আক্তারুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাইফুল ইসলাম, সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মো: মোশার্রফ আলী, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান সহ অন্যান্যরা। জেলা প্রশাসক তাঁর এক সংক্ষিপ্ত বক্তব্যে উৎসবের সফলতা কামনা করেন।তিনি বলেন, “আবহমান বাংলা সংস্কৃতির একটি চিরন্তন উৎসবের নাম ‘ঘুড়ি উৎসব’। ফরিদপুরের একদল দামাল ছেলে মেয়ে গত কয়েক বছর ধরে পদ্মার চরে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে আসছে। নান্দনিক এই আয়োজনের সাথে জড়িত প্রত্যেক তরুন-তরুনীর প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”
তবে মূল অনুষ্ঠান শুরু হয় বিকেলে অনুষ্ঠান উপলক্ষে হাজার হাজার লোক উক্ত স্থানে উপস্থিত হয়। এ সময় ধলার মোড়ের আকাশ বিভিন্ন রং ও আকৃতি ঘুড়িতে চমৎকার আকার ধারণ করে।
প্রায় সন্ধ্যার আগ পর্যন্ত শত শত ঘুড়ি আকাশে উড়তে দেখা যায়। এছাড়াও হাজার হাজার মানুষের পদচারণায় স্থানটি দারুণভাবে উপভোগ্য হয়ে ওঠে।
উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাইফুল ইসলাম , অধ্যাপক রিজভী জামান, মোঃ আক্তরুজ্জামান, মোঃ আরিফুজ্জামান প্রমূখ।। এক বক্তব্যে তারা এ উৎসবের সফলতা কামনা করেন। বক্তারা বলেন ঘুড়ি উৎসব বাংলাদেশের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এ ধরনের উৎসব প্রতিবছর অনুষ্ঠিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।