শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:০৮ পূর্বাহ্ন
১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ হেমন্তকাল, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
রাত পোহালেই সমুদ্রনগরী কক্সবাজারের উদ্দেশ্যে প্রথম যাত্রা শুরু করবে ‘কক্সবাজার এক্সপ্রেস’ আচরণবিধি লঙ্ঘন তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১২ জনকে ইসির শোকজ তফসিল পুনর্নির্ধারণের আর কোনো সুযোগ নেই: ইসি সচিব নির্বাচনে অংশ নিতে ৮২টি আসনে প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৩১৪০ পদে নিয়োগ আ.লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মার্কিন শ্রমনীতি নিয়ে খুব উদ্বেগ নেই : পররাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিলেন প্রার্থীরা আবারো ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি

ফরিদপুর সিটি পেজ এর উদ্যোগে ঘুড়ি ও ফানুস উৎসবে বর্ণিল ঘুড়ি নিয়ে হাজারো মানুষের অংশগ্রহন

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১
  • ২৬২ Time View

ইংরেজি নববর্ষ ২০২১বরণ উপলক্ষে ফরিদপুর সিটি পেজ এর উদ্যোগে ঘুড়ি ও ফানুস উড়ানো অনুষ্ঠান শুক্রবার বিকেলে শহরতলীর ধলার মোড়ে অনুষ্ঠিত হয়। উপলক্ষে উক্ত স্থানে হাজারো মানুষের ঢল নামে।

সকাল ১১ টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  টাইম ইউনিভার্সিটি বাঙলাদেশ এর উপাচার্য ড. প্রফেসর এএ‌ইচএম আক্তারুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাইফুল ইসলাম, সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মো: মোশার্রফ আলী, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান সহ অন্যান্যরা।   জেলা প্রশাসক তাঁর এক সংক্ষিপ্ত বক্তব্যে উৎসবের সফলতা কামনা করেন।তিনি বলেন, “আবহমান বাংলা সংস্কৃতির একটি চিরন্তন উৎসবের নাম ‘ঘুড়ি উৎসব’। ফরিদপুরের একদল দামাল ছেলে মেয়ে গত কয়েক বছর ধরে পদ্মার চরে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে আসছে। নান্দনিক এই আয়োজনের সাথে জড়িত প্রত্যেক তরুন-তরুনীর প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”

ছবি: ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার এবং ইংরেজি ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান

তবে মূল অনুষ্ঠান শুরু হয় বিকেলে অনুষ্ঠান উপলক্ষে হাজার হাজার লোক উক্ত স্থানে উপস্থিত হয়। এ সময় ধলার মোড়ের আকাশ বিভিন্ন রং ও আকৃতি ঘুড়িতে চমৎকার আকার ধারণ করে।
প্রায় সন্ধ্যার আগ পর্যন্ত শত শত ঘুড়ি আকাশে উড়তে দেখা যায়। এছাড়াও হাজার হাজার মানুষের পদচারণায় স্থানটি দারুণভাবে উপভোগ্য হয়ে ওঠে।

ছবি: সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ অপরেশ রায় অপু এবং তাঁর সহধর্মিনী (সংগৃহীত)

উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাইফুল ইসলাম , অধ্যাপক রিজভী জামান, মোঃ আক্তরুজ্জামান, মোঃ আরিফুজ্জামান প্রমূখ।। এক বক্তব্যে তারা এ উৎসবের সফলতা কামনা করেন। বক্তারা বলেন ঘুড়ি উৎসব বাংলাদেশের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এ ধরনের উৎসব প্রতিবছর অনুষ্ঠিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

ইস্টান ব্যাংক কর্মকর্তা খন্দকার সাইফুর রহমান সজিব তাঁর পরিবারের সদস্যদের নিয়ে ঘুড়ি উৎসবে

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে করোনাকালে টেলিমেডিসিন সেবা দেবার জন্য ১০ জন চিকিৎসক কে বিশেষ সম্মাননা দেয়া হয়। এছাড়া সন্ধ্যার পরে ফানুস ওড়ানো হয়।

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102