ফরিদপুর হার্ট ফাউন্ডেশন লক ডাউন করা হয়েছে। ওই ফাউন্ডেশনে চিকিৎসারত চার জন রোগীর করোনা সনাক্ত হওয়ায় এবং আরও ছয়জন এ রোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন এখবর জানার পর গতকাল মঙ্গলবার থেকে হার্ট ফাউন্ডেশন তিন দিনের জন্য লক ডাউন ঘোষণা করা হয়েছে।এ ঘোষণার পর ওই ফাউন্ডেশনে চিকিৎসাধীন সকল রোগীর ভর্তি বাতিল করা হয় এছাড়া ফিরিয়ে দেওয়া হয় চিকিৎসা নিতে আসা সকল রোগীকে।
ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক আ স ম জাহাঙ্গীর চৌধুরী বলেন, ওই ফাউন্ডেশনে চিকিৎসা নিতে আসা চারজনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া আর ছয়জনের করোনা শনাক্ত হতে পারে উপসর্গ দেখার পর হার্ট ফাউন্ডেশন তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, প্রকৃত পক্ষে লক ডাউন করতে হয় ১৪ দিনের জন্য। তবে তিন দিন আমরা সকলকে বিচ্ছিন্ন করে দেখবো আমাদের এ পদক্ষেপ কতটা কার্যকরি হয়েছে। তিনদিন পর পরবর্তি সিদ্ধান্ত নেওয়া হবে।
ফরিদপুর হার্ট ফাউন্ডেশটি পরিচালিত হয় পরিদপুর ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধানে। এটি ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লাস্থ শহীদ সুফী সড়কে অবস্থিত।