বইমেলা ভার্চুয়ালি হবে- এমন গুঞ্জনে আর কান না রাখলেই ভালো। বইমেলা আগের মতোই হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলা একাডেমি।
তবে ঠিক কবে নাগাদ বাইমেলা অনুষ্ঠিত হবে সে সম্পর্কে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। রোববার (১৭ জানুয়ারি) বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, ভার্চুয়ালি নয় বরং আগের মতোই বইমেলা অনুষ্ঠিত হবে।
এর আগে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী জানিয়েছিলেন, বইমেলা স্থগিত হয়েছে বাতিল হয়নি। পরবর্তীতে কখন শুরু হবে পরিস্থিতি ও পরিবেশ বিবেচনা করে আমরা সেটা ঘোষণা করব।
প্রতি বছরের মতো এবারও বইয়ের পাতায় বুঁদ হবে পাঠক, বাঙালির প্রাণের মেলায় প্রাণের সম্মিলন হবে, এমটাই সবার প্রত্যাশা।