ফরিদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অমিতাভ বোস ও কাউন্সিলরগন জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন। শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মী ও কাউন্সিলরদের সাথে নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন পৌর মেয়র অমিতাভ বোস।
এ সময় অন্যদের মধ্যে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শামসুল হক ভোলা মাস্টার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি মাসুদ, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি খলিফা কামালউদ্দিনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির উন্নয়ন এবং বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এসময় আগামী রবিবার মেয়র অমিতাভ বোস আনুষ্ঠানিকভাবে পৌর সভার মেয়র হিসেবে তার কর্মজীবন শুরু করবেন বলে সাংবাদিকদের জানান।