মঙ্গলবার সকাল ১১টায় মুক্তি পেয়েছে শাহরুখ খানের পাঠানের প্রথম ঝলক। আর শুরুতেই বাজিমাত করলেন বলিউড বাদশা। মাত্র দুই ঘণ্টায় সিনেমার ট্রেলারের ভিউসংখ্যা ৩৬ লাখ পার করেছে। প্রতি মিনিটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেই সংখ্যা। ট্রেলারে শাহরুখের অ্যাকশনধর্মী লুক মুগ্ধ করেছে ভক্তদের। জমজমাট অ্যাকশনে ভরপুর পাঠান নিয়ে দর্শকদের আগ্রহ যেন শত গুণ বেড়ে গেছে ট্রেলার মুক্তির পর।
এদিকে পাঠান মুক্তির আগেই বয়কটের ডাকে পড়েছে। ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো ‘পাঠান’ বয়কটের আহ্বান জানিয়ে আসছে। ভারতের এক মন্ত্রীও পাঠানের গানের সমালোচনা করেছেন। শাহরুখের শুটিং সেটেও হিন্দুত্ববাদী সংগঠনের নেতা-কর্মীরা হাজির হয়েছিলেন পাঠান বয়কটের ডাকে। এমন বাধার দেয়াল উপেক্ষা করেই সিনেমাটির ট্রেলার মুক্তি দিল যশ রাজ প্রডাকশন।