ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ইরানের হামলায় ইসরায়েলের দুইটি যুদ্ধবিমান ভূপাতিত; নারী পাইলট আটক ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ফেব্রুয়ারির মাঝামাঝি সংসদ নির্বাচনের সময়সীমা নির্ধারণ : মির্জা ফখরুল গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু; শনাক্ত ১৫ জন আইআরজিসি প্রধানের নাম ঘোষণা করল ইরান বোমাতঙ্কে থাইল্যান্ডে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের প্রস্তুতি শেষ হলে রমজানের আগেই নির্বাচন করা যেতে পারে : প্রধান উপদেষ্টা রোজার আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব তারেক রহমানের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইএইএ প্রধানের সতর্কবার্তা ‘ইরানে পারমাণবিক স্থাপনায় হামলার পরিণতি হতে পারে ভয়াবহ’

বাংলাদেশে করোনায় মৃতের ৭৬ শতাংশের বেশি পুরুষ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:২২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
  • ২৩১ Time View

শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ বুলেটিনে থেকে জানা গেছে ইতোমধ্যে ভাইরাসটিতে দেশে ৭ হাজার ৩৯৮ জনের মৃত্যু হয়েছে। এর চার ভাগের তিনভাগই হচ্ছে পুরুষ। এছাড়া আক্রান্তের দিক থেকেও নারীর চেয়ে পুরুষের সংখ্যা বেশি।

বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে ৭৬ দশমিক ১৮ শতাংশ পুরুষ এবং ২৩ দশমিক ৮২ শতাংশ নারী মারা গেছেন। আর গত ২৪ ঘণ্টায় (সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ৩৯৮ জন।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত একদিনে এক হাজার ১৬৩ জন নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৭ হাজার ২৬৫ জনে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ। যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও ছয়জন নারী। মারা যাওয়া ২০ জনের মধ্যে ১৯ জন হাসপাতালে আর বাসায় একজন মারা গেছেন।

শুক্রবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে এ পর্যন্ত ৫ হাজার ৬৩৬ জন পুরুষ এবং এক হাজার ৭৬২ জন নারী মৃত্যুবরণ করেছেন। শতাংশ হিসেবে ৭৬ দশমিক ১৮ শতাংশ পুরুষ এবং ২৩ দশমিক ৮২ শতাংশ নারী মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর আক্রান্তদের মধ্যে নতুন দুই হাজার ১১৩ জনসহ মোট ৪ লাখ ৪৮ হাজার ৮০৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে প্রতিদিন দেশে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছেই।

Tag :

ইরানের হামলায় ইসরায়েলের দুইটি যুদ্ধবিমান ভূপাতিত; নারী পাইলট আটক

বাংলাদেশে করোনায় মৃতের ৭৬ শতাংশের বেশি পুরুষ

Update Time : ০৬:২২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০

শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ বুলেটিনে থেকে জানা গেছে ইতোমধ্যে ভাইরাসটিতে দেশে ৭ হাজার ৩৯৮ জনের মৃত্যু হয়েছে। এর চার ভাগের তিনভাগই হচ্ছে পুরুষ। এছাড়া আক্রান্তের দিক থেকেও নারীর চেয়ে পুরুষের সংখ্যা বেশি।

বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে ৭৬ দশমিক ১৮ শতাংশ পুরুষ এবং ২৩ দশমিক ৮২ শতাংশ নারী মারা গেছেন। আর গত ২৪ ঘণ্টায় (সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ৩৯৮ জন।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত একদিনে এক হাজার ১৬৩ জন নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৭ হাজার ২৬৫ জনে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ। যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও ছয়জন নারী। মারা যাওয়া ২০ জনের মধ্যে ১৯ জন হাসপাতালে আর বাসায় একজন মারা গেছেন।

শুক্রবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে এ পর্যন্ত ৫ হাজার ৬৩৬ জন পুরুষ এবং এক হাজার ৭৬২ জন নারী মৃত্যুবরণ করেছেন। শতাংশ হিসেবে ৭৬ দশমিক ১৮ শতাংশ পুরুষ এবং ২৩ দশমিক ৮২ শতাংশ নারী মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর আক্রান্তদের মধ্যে নতুন দুই হাজার ১১৩ জনসহ মোট ৪ লাখ ৪৮ হাজার ৮০৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে প্রতিদিন দেশে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছেই।