বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প।
ফরিদপুর জাতীয়তাবাদী জেলা যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ ১১টার সময় ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন রাজিব।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মোদ্দারেছ আলী ঈসা। অনুষ্ঠানের উদ্বোধক ড্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি ডাঃ মুস্তাফিজুর রহমান শামীম।
এখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলা, যুগ্ম আহ্বায়ক ফাত্তাহউল ইসলাম ফাত্তাহ।অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। এখানে আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কে,এম জাফর হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীমুল হক তালুকদার, সাংগঠনিক সম্পাদক সহিদুর রহমান সহিদ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজ্জাম্মেল হোসেন মিঠু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান, ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি জাহিদুর রহমান, প্রচার প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক খোন্দকার ইয়াকুব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।