রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৯ পূর্বাহ্ন
৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ শরৎকাল, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ

বাইডেনকে অভিনন্দন জানাল চীন

আন্তজার্তিক ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ২৩২ Time View

শুক্রবার চীন বাইডেনের পাশাপাশি নতুন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও অভিনন্দন জানিয়েছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এদিন নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, “আমরা আমেরিকার জনগণের পছন্দকে সম্মান জানাই।জো বাইডেন এবং কমলা হ্যারিসকে অভিনন্দন জানাচ্ছি।”
একইসঙ্গে বেইজিংয়ের আগের অবস্থানও আবার তুলে ধরে ওয়াং বলেন, “আমরা জানি নির্বাচনের ফল যুক্তরাষ্ট্রের আইন এবং প্রক্রিয়া অনুযায়ীই নির্ধারিত হবে।”
যুক্তরাষ্ট্রে গত ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ হওয়ার পর বাইডেন জয় নিশ্চিত করলেও রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এখনও পরাজয় মেনে নেননি,বরং ভোটের ফলকে চ্যালেঞ্জ করে আদালতে যাচ্ছেন।
এতে চীন বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। কারণ, ২০ জানুয়ারিতে বাইডেন দায়িত্ব না নেওয়া পর্যন্ত ট্রাম্পই থাকছেন যুক্তরাষ্ট্রের ক্ষমতায়। এ পরিস্থিতিতে কোনও পদক্ষেপ নিয়ে তাকে উস্কে দিতে ইচ্ছুক নয় চীন।
ট্রাম্পের আমলে বাণিজ্য, প্রযুক্তি থেকে শুরু করে হংকং ইস্যু এবং করোনাভাইরাস নিয়ে একাধিক ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে ঠেকেছে। চীনের ওপর দফায় দফায় বহু নিষেধাজ্ঞাও আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।

এই পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রে বাইডেনের জয়ের খবরে অনেক দেশের নেতাই তাকে অভিনন্দন জানালেও চীন নিশ্চুপ থেকে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছিল। নিশ্চুপ ছিলেন রাশিয়াসহ আরও কয়েকটি দেশের নেতাও।

বাইডেন যথেষ্ট ভোটের ব্যবধানে জয় পেলেও ট্রাম্প হার স্বীকার না করে নির্বাচনী ফল নিয়ে আইন লড়াই করায় চীনসহ ওই দেশগুলোর নেতারা এসব লড়াইয়ের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিনন্দন বার্তা দেবেন না বলে জানিয়েছিলেন।

 

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102