রয়টার্স জানিয়েছে, সংক্রমণের তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ছে পুরো যুক্তরাষ্ট্রজুড়ে। রোববার পুরো বিশ্বে শনাক্ত রোগীর সংখ্যা পাঁচ কোটিতে পৌঁছানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রে এ সংখ্যা এক কোটি পেরিয়ে গেছে।
প্রেসিডেন্ট নির্বাচনের ডামাডোলের মধ্যে গত দশ দিনেই সেখানে দশ লাখের বেশি মানুষের দেহে সংক্রমণ ধরা পড়েছে।
২৯৩ দিন আগে ওয়াশিংটন রাজ্যে যুক্তরাষ্ট্রের প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর এখনই আক্রান্তের হার সবচেয়ে বেশি।
শনিবার যুক্তরাষ্ট্রে ১ লাখ ৩১ হাজার ৪২০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে, যা এক দিনের সর্বোচ্চ। গত সাত দিনের মধ্যে পাঁচ দিনই সেখানে লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে।
এমন পরিস্থিতিতে সদ্য সমাপ্ত মার্কিন নির্বাচনে বিজয়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।
সাত দিনের গড় হিসাব করলে যুক্তরাষ্ট্রে প্রতিদিন শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াচ্ছে ১ লাখ ৫ হাজার ৬০০ জনে, যা আগের সপ্তাহের চেয়ে ২৯ শতাংশ বেশি।
এই সংখ্যা এশিয়া ও ইউরোপের সবচেয়ে বেশি বেকায়দায় থাকা দুই দেশ ভারত ও ফ্রান্সের সাত দিনের গড়ের মোট সংখ্যা্র চেয়েও বেশি।
করোনাভাইরাস মহামারীতে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২ লাখ ৩৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যা বিশ্বের সর্বোচ্চ। পুরো বিশ্বে এ পর্যন্ত ১২ লাখ ৫৬ হাজার মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।
রয়টার্স বলছে, দৈনিক গড় হিসাব করলে এখন বিশ্বে করোনাভাইরাসে মারা যাওয়া প্রতি ১১ জনের মধ্যে একজন মারা যাচ্ছেন যুক্তরাষ্ট্রে।
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির জানায়, জো বাইডেন অর্থনীতি, জাতিগত বৈষম্য ও জলবায়ু পরিবর্তন ইস্যুকেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। মাস্ক পরা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে তার। এদিকে দ্য বাইডেন টিম জানায়, প্রত্যেক মার্কিনের নিয়মিত ও বিনা মূল্যে পরীক্ষা নিশ্চিত করা হবে। বিভিন্ন কমিউনিটিতে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সহায়ক নির্দেশিকা দেওয়া হবে।